রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০৮:২৩ পিএম
সংগৃহীত ছবি
গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা খুলনা শহরে প্রবেশ করেন।
তাদের কেউ কেউ খুলনা সার্কিট হাউজে এবং কেউ কেউ হোটেল অবস্থান করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কথা বলবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এর আগে বিকেল ৫টার দিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে অবরুদ্ধ হয়ে পড়া এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনী কড়া প্রহরা ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ ত্যাগ করেন।
ভোরের আকাশ/এসএইচ