ধর্ম ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ০৫:৪২ এএম
নামাজ সুন্দর ও মনোযোগসহ পড়ার ৪টি গুরুত্বপূর্ণ পরামর্শ
আল্লাহর দরবারে নামাজ গ্রহণযোগ্য করতে নামাজে পূর্ণ মনোযোগ থাকা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও।” (সুরা বাকারা, আয়াত: ২৩৮)। মনোযোগ ছাড়া নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
এক হাদিসে হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিকৃষ্টতম চোর হলো যে ব্যক্তি নামাজে চুরি করে।” প্রশ্ন করলে বলা হয়, নামাজে কীভাবে চুরি হয়? উত্তরে তিনি বলেন, “যে রুকু-সেজদা পূর্ণ আন্তরিকতা ও সততার সঙ্গে আদায় করে না।” (মুসনাদ আহমাদ)
সুতরাং, নামাজে আন্তরিকতা ও সুন্দরভাবে পড়ার জন্য নিচে চারটি কার্যকর পরামর্শ দেওয়া হলো:
১. এমনভাবে নামাজ পড়ুন, যেন এটি আপনার শেষ নামাজ
মনেই ধারণ করুন, এই নামাজই যদি আপনার জীবনের শেষ নামাজ হয়! এটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সর্বশেষ সুযোগ। এই উপলব্ধি মন থেকে নামাজে গভীরতা ও মনোযোগ বাড়াবে।
২. নামাজের প্রতিটি রুকু-সেজদায় শরীরকে স্থির রাখুন
রুকুতে গিয়ে ধীরস্থিরভাবে তাসবিহ পড়ুন, শরীর ও অস্থিসংস্থান স্থির রাখুন। সেজদায়ও একইভাবে শান্ত থাকা প্রয়োজন। এর ফলে নামাজে একধরনের আত্মিক প্রশান্তি ও মনোযোগ আসবে।
৩. নামাজ শুরুর আগে আল্লাহর কাছে ধীরস্থীরতা ও সহায়তা প্রার্থনা করুন
নামাজ শুরু করার আগে “আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম” পাঠ করুন, যাতে শয়তানের প্ররোচনা ও বিঘ্ন থেকে মুক্তি পাওয়া যায়।
৪. ‘আল্লাহু আকবার’ এর অর্থ উপলব্ধি করুন
নামাজের প্রতিটি ধাপে উচ্চারিত ‘আল্লাহু আকবার’ শুধুমাত্র মুখের কথা নয়, বরং গভীর উপলব্ধি যে আল্লাহ সর্বশক্তিমান এবং যেকোনো ব্যাঘাতের চেয়ে বড়। এই উপলব্ধি মন থেকে নামাজে মনোযোগ বাড়াতে সাহায্য করবে।
নামাজে এই চারটি উপায় অনুসরণ করলে আল্লাহর দরবারে নামাজ হবে আরও সুন্দর, আন্তরিক ও গ্রহণযোগ্য।
সূত্র: অ্যাবাউট ইসলাম
ভোরের আকাশ//হ.র