× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শুভমান গিল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১০:২১ এএম

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শুভমান গিল

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শুভমান গিল

ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করে গড়েছেন একাধিক রেকর্ড।

৩১১ বল খেলে এই দ্বিশতক পূর্ণ করেন গিল। ভারতের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের মাটিতে প্রথম অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরির কৃতিত্ব অর্জন করেছেন তিনি। শুধু তাই নয়, ‘সেনা’ দেশগুলোর (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশীয় অধিনায়কও এখন গিল।

অধিনায়ক হিসেবে এটি গিলের মাত্র দ্বিতীয় টেস্ট। আর তাতেই তিনি জায়গা করে নিয়েছেন ভারতের অভিজাত তালিকায়। দেশের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছেন মানসুর আলী খান পাতৌদি, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি।

ডাবল সেঞ্চুরির সময় গিলের বয়স ছিল ২৫ বছর ২৯৮ দিন। এ হিসেবে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। এই তালিকায় সবচেয়ে কম বয়সে দ্বিশতকের মালিক ছিলেন পাতৌদি, যিনি ১৯৬৪ সালে ২৩ বছর ৩৯ দিন বয়সে করেছিলেন ডাবল সেঞ্চুরি।

বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করা গিল ভারতের দ্বিতীয় ক্রিকেটার। তার আগে ২০১৬ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি।

এ ছাড়া ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিকও এখন শুভমান গিল। এর আগে এই রেকর্ড ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের, যিনি ১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে করেছিলেন ১৭৯ রান।

গিলের এই দুর্দান্ত ইনিংস ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করল— বিশেষ করে অধিনায়ক হিসেবে তার শুরুটা যেভাবে হলো, তাতে ভবিষ্যতের জন্য আশার বার্তাই বহন করছে।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

সংশ্লিষ্ট

দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না কোচ সিমন্স

দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না কোচ সিমন্স

ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ব্যাটিং বিপর্যয় নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শুভমান গিল

ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন শুভমান গিল

বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন নাজিমউদ্দিন

বিসিবির কোচিং প্যানেলে যোগ দিলেন নাজিমউদ্দিন