বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনা দলে ফিরেছেন দুই তরুণ ফুটবলার- আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। তালিকায় আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলারও। যারা হলেন- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল এবং পাওলো দিবালা।
একনজরে দেখে নিন দুই দলের একাদশ-
আর্জেন্টিনা স্কোয়াড: জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
সাফ অনূর্ধ্ব-১৯ ছেলেদের আসরে অরুণাচলে রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষে আজ মঙ্গলবার গোলাম রব্বানী ছোটনের দলের বিকাল ৫টায় কলকাতা থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় বিমান অবতরণ করতে না পেরে ফিরে গেছে কলকাতায়।বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বৈরী আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল বহনকারী ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট (6E 1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতির কারণে ফ্লাইটটি কলকাতায় ফিরে গিয়েছে।’আবহাওয়ার উন্নতি এবং নতুন সময় নির্ধারণ হলে পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার কথা বলেছে বাফুফে। ভোরের আকাশ/জাআ
আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।আর্জেন্টিনা দলে ফিরেছেন দুই তরুণ ফুটবলার- আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। তালিকায় আরও জায়গা পেয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলারও। যারা হলেন- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের। ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল এবং পাওলো দিবালা। একনজরে দেখে নিন দুই দলের একাদশ-আর্জেন্টিনা স্কোয়াড: জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।ভোরের আকাশ/এসএইচ
রোমাঞ্চকর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এই ম্যাচে ২০৬ রানের বিশাল লক্ষ্য এক বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে দলটি।টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই আমিরাতের প্রথম জয়। একই সঙ্গে এই প্রথমবার দুইশ রানের বেশি সংগ্রহ গড়েও হারলো বাংলাদেশ।অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে ভর করে দুর্দান্ত সূচনা পায় আমিরাত। ৯.২ ওভারেই দলের স্কোর ছুঁয়ে ফেলে ১০০। মাত্র ২৫ বলে ফিফটি পূর্ণ করেন ওয়াসিম। ৩৫ বলে ৩৯ রান করে ওপেনার মোহাম্মদ জোহাইব আউট হলে ভাঙে ১০৭ রানের উদ্বোধনী জুটি।বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেনের জোড়া আঘাতে ম্যাচে ফেরার আভাস দেয় বাংলাদেশ। তবে ৬৪ রানে জীবন পাওয়া ওয়াসিম পরিস্থিতি সামলে নিয়ে আক্রমণ চালিয়ে যান। শেষ পর্যন্ত ৪২ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮২ রানে থামেন তিনি।শেষ ৩০ বলে আমিরাতের প্রয়োজন ছিল ৫৭ রান। চাপের মুখে একাধিক উইকেট হারালেও শেষ ওভারে দরকার ছিল মাত্র ১২ রান। হায়দার আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আমিরাত।এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফিরল। সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ২১ মে অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচে।ভোরের আকাশ//হ.র
বিশ্ব ফুটবলের চিরন্তন এক বিতর্ক যেন অবশেষে পেল নিষ্পত্তি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (IFFHS) এর র্যাঙ্কিং অনুযায়ী, লিওনেল মেসিকেই বলা হয়েছে সর্বকালের সেরা ফুটবলার। রোববার (১৮ মে) প্রকাশিত এই তালিকায় আর্জেন্টাইন জাদুকরের পর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের পেলে এবং আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা।২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার মাধ্যমে মেসি নিজের ক্যারিয়ারের শেষ ধাপটিও জয় করেছিলেন। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে তিনি অর্জন করেন সেই একমাত্র ট্রফিটি, যা এতদিন তার ‘সর্বকালের সেরা’ তকমায় একধরনের সংশয় তৈরি করেছিল। এবার সেই বিতর্কেই যেন আনুষ্ঠানিকভাবে ইতি টানল আইএফএফএইচএস।র্যাঙ্কিংয়ে মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে রাখা হয়েছে চতুর্থ স্থানে। পাঁচ নম্বরে রয়েছেন ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ।তালিকায় ষষ্ঠ স্থানে আছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও। সপ্তমে ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জিনেদিন জিদান।অষ্টম স্থানটি দখল করেছেন জার্মান ডিফেন্ডার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, নবমে রয়েছেন আলফ্রেডো ডি স্তেফানো, যিনি আর্জেন্টিনা ও স্পেন – উভয় দেশের হয়ে খেলেছেন। আর দশম স্থানটি দখল করেছেন ব্রাজিলিয়ান রোনালদিনিয়ো, যিনি ফুটবল বিশ্বে নিজের ভিন্নধর্মী স্টাইল এবং কারিশমায় জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের হৃদয়ে।মেসির বিশ্বকাপ জয় অনেকটাই স্মরণ করিয়ে দেয় ১৯৮৬ সালের দিয়েগো ম্যারাডোনার ম্যাজিক। ম্যারাডোনা যেখানে ৫ গোল ও ৫ অ্যাসিস্টে ১০ গোলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, মেসিও ২০২২ বিশ্বকাপে রেখেছেন ৭ গোল ও ৩ অ্যাসিস্টে একই সংখ্যক গোল অবদানের ছাপ। ফলে, রেকর্ড দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে গোল্ডেন বল জিতে ইতিহাস গড়েন এলএমটেন।মেসির হাতে বিশ্বকাপ উঠার পর অনেকটাই স্বাভাবিক হয়ে যায় তাকে সর্বকালের সেরা বলে মান্যতা দেওয়া। এবার সেই স্বীকৃতি এলো পরিসংখ্যান নির্ভর সংস্থা আইএফএফএইচএসের কাছ থেকেও। যদিও ফুটবল ভক্তদের মধ্যে ব্যক্তিগত পছন্দ ও দলীয় পক্ষপাতিত্ব সব সময়ই থাকবে, তথাপি পরিসংখ্যান ও অর্জনের বিচারে এই তালিকা এক ঐতিহাসিক দলিল হিসেবেই বিবেচিত হচ্ছে।ভোরের আকাশ//হ.র