এইচএসসি পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসনের বিশেষ নিষেধাজ্ঞা
এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ২৬ জুন থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত মানিকগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সময় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা বলবৎ থাকবে।মঙ্গলবার (২৪ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করা হয়। বুধবার (২৫ জুন) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ফেসবুকে নির্দেশনাটি পোস্ট করা হয়।জানা গেছে, মানিকগঞ্জ জেলার সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খানবাহাদুর আওলাদ হোসেন খান ডিগ্রি কলেজ ও উচ্চ বিদ্যালয়, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ইসলামিয়া কামিল মাদ্রাসা—এই ছয়টি কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি, ভোকেশনাল, বিএম ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষাকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র ও ভেন্যুর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাইক ও যেকোনো ধরনের শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, আশপাশ এলাকার বাজার ও লোকালয়ে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ফটোকপি মেশিন ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রঘেঁষা এলাকায় পাঁচজন বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সভা কিংবা লাঠিসহ কোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।তবে এই আদেশ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরীক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নকলমুক্ত, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন সকলের সহযোগিতা কামনা করে বলেছে, “এই বিধিনিষেধ শুধু পরীক্ষাকালীন সময়ে প্রযোজ্য থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।”ভোরের আকাশ//হ.র