ফেনসিডিল রাখার দায়ে চুয়াডাঙ্গায় রশিদা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ আল-আমিন মাতুব্বর এ রায় ঘোষনা করেন।যাবজ্জীবন সাজা প্রাপ্ত রশিদা বেগম (৫৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রবিউল ইসলামের স্ত্রী।জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর সকালে চুয়াডাঙ্গা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আকুন্দবাড়িয়া গ্রামে ফার্মপাড়ায় ফেনসিডিল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় রশিদা খাতুনকে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মফিজুল ইসলাম দুইজনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।এ ঘটনায় মাদকদ্রব্য অফিসের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ দুইজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের জানুয়ারি মাসে চার্জশিট দাখিল করেন। ৮ জন সাক্ষীর মধ্য ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক বুধবার দুপুরে এ রায় ঘোষনা করেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৯:৩৭ এএম
সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪ টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশী শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
৩১ জুলাই ২০২৫ ০২:১২ এএম
চুয়াডাঙ্গায় ভারতীয় রুপাসহ দুই চোরাকরবারি আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর ফুড গোডাউনের ভিতর চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় দানাদার রুপাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ জুলাই) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। আটককৃত ব্যক্তিরা হলো, দর্শনা পুরাতন বাজার এলাকার ইকরামুল হকের ছেলে মো. রাজিউল ইসলাম (৩৭) ও দর্শনা আনোয়ারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. সাগর আলী (২১)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সহকারী পরিচালক মোঃ হায়দার আলী শনিরার বেলা সাড়ে ৪টার দিকে এক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান রুপা আটকের সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক বিজিবির একটি সশস্ত্র চৌকস আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে দামড়ুহুদা উপজেলাধীন দর্শনা আজিমপুর ফুড গোডাউনের ভিতর চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। বিশেষ অভিযান পরিচালনাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গোডাউন এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল দু’জন চোরাকারবারিকে আটক করে।আটককৃত ব্যক্তি মো. রাজিউল ইসলাম ও মো. সাগর আলীকে জিজ্ঞাসাবাদ এবং বিশেষ তথ্যের আলোকে বিজিবি আভিযানিক দল গোডাউনটি তল্লাশি করে একটি কাগজের কাটুন উদ্ধার করে। যার মধ্যে ১০ কেজি ৮৩৮ গ্রাম ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা।এ ঘটনায় আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে নায়েব সুবেদার মো. এনায়েত হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের পূর্বক চোরাকারবারীদেরকে থানায় হস্তান্তর এবং জব্দকৃত ভারতীয় রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
২৭ জুলাই ২০২৫ ০৭:২১ এএম
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মোঃ আবুল হোসেনের ছেলে। শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি) এর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবি অভিযান চালিয়ে ১ কেজি ৪৩০ গ্রাম কোকেন উদ্ধার করেছে। শুক্রবার (৬ জুন) সকাল ৯ টার দিকে জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে অভিযান চালিয়ে কোকেন উদ্ধার করা হয়।মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৯ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীন জীবননগর বিওপির নায়েক মো. কামাল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্তখুটি ৬৯ নং হতে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারাতলা গ্রামে অভিযান চালায়।এ সময় বিজিবি সদস্যরা পেয়ারাতলা গ্রামের সরকার পোল্ট্রি ফার্মের সামনে পাঁকা রাস্তার পাশে জঙ্গলের ভেতর থেকে আসামীবিহীন অবস্থায় ১ কেজি ৪৩০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে।ভোরের আকাশ/এসএইচ