বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কার্যকর হবে। বুধবার (৬ আগস্ট) ঢাকার রয়েল থাই দূতাবাস তাদের ফেসবুকে ই-ভিসায় নতুন ফি বাড়ানোর কথা জানিয়েছে।৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত ভিসার ফি পরিশোধকারীরা পুরোনো ফি অনুযায়ী আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর থেকে সব আবেদনকারীদের নতুন ফি দিতে হবে। নতুন ফি: সিঙ্গেল ট্রানজিট ভিসা- ৩৬০০ টাকা, ডাবল এন্ট্রি- ৭২০০, টুরিস্ট ভিসা- ৪৫০০ এবং মাল্টিপল টুরিস্ট ভিসা- ২২৫০০ টাকা।এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসায় ২২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২ হাজার থেকে ৬ হাজার ৮০০ টাকা।দূতাবাস জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে নির্ধারিত ভিসা ফি একবারে অনলাইনে পরিশোধ করতে পারবেন। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।ভোরের আকাশ/তাকা
০৭ আগস্ট ২০২৫ ১২:০৬ পিএম
‘আমেরিকায় গিয়ে চুরি করলে ভিসা বাতিল’
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে তারা জানায়, যুক্তরাষ্ট্রে কেউ যদি চুরি বা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও বন্ধ হয়ে যেতে পারে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি দোকানে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়। এরপরই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।দূতাবাস জানায়, “যুক্তরাষ্ট্রে চুরি বা হামলার মতো অপরাধ শুধুমাত্র আইনি জটিলতার জন্ম দেয় না, বরং এটি আপনার ভিসা বাতিলের কারণও হতে পারে। এমনকি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য ঘোষণা করতেও ভূমিকা রাখতে পারে।”আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয় এবং প্রত্যাশা করে যে, সব বিদেশি দর্শনার্থী দেশটির আইন মেনে চলবেন।”প্রসঙ্গত, গত মে মাসে ইলিনয়ে সাত ঘণ্টারও বেশি সময় এক স্টোরে কাটিয়ে প্রায় ১,৩০০ ডলারের পণ্য নিয়ে কোনো মূল্য না দিয়েই বেরিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ভোরের আকাশ/হ.র
১৮ জুলাই ২০২৫ ১২:২৫ এএম
বাংলাদেশিদের জন্য মিসরের ভিসায় নিষেধাজ্ঞা নেই: কায়রো দূতাবাস
বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে ঢাকায় কায়রোর দূতাবাস।মঙ্গলবার (১৫ জুলাই) মিসর দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।মিশর দূতাবাস জানায়, ঢাকার একটি পত্রিকায় ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে মিসর। বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা প্রদানের উপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার করা ঠিক নয়। যে কোনো জিজ্ঞাসার জন্য দূতাবাসের কনস্যুলার বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে মিসর দূতাবাস। মিশর দূতাবাস +02 2222 93 999 visa.consular.egyembdha@gmail.comভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৯:৩৬ পিএম
শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও প্রার্থীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। ভিসা ইস্যু হওয়ার পর যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল করা হতে পারে।সোমবার (৭ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়।যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, ভিসার অপব্যবহার রোধে তারা এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।ভোরের আকাশ/জাআ
০৭ জুলাই ২০২৫ ০৫:৪৪ পিএম
অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
ঢাকায় ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুজান রাইলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্যও অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৭ জুন) স্টেট গেস্ট হাউস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সৌজন্য সাক্ষাতে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, জুলাই অভ্যুত্থানের আগামী বার্ষিকীতে ‘জুলাই চার্টার ঘোষণা করা হবে। প্রথমবার ভোট দিতে যাচ্ছেন যারা, তারা একটি স্বাধীন ও উৎসব মুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পাবে।এ সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জানান, ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে তার দেশ বাংলাদেশের পাশে থাকবে।ভোরের আকাশ/এসএইচ
১৭ জুন ২০২৫ ০৫:২৮ পিএম
পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে নতুন উদ্যোগ
পাকিস্তানিদের ভিসা দেওয়া নিয়ে বাংলাদেশ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ ও পাকিস্তান পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী হয়ে উঠেছে। এ কারণে দেশ দুটি একে অপরের ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে। উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন এই উদ্যোগকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানান, দুই দেশের ব্যবসায়ীদের ভিসা প্রাপ্তি সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার পাকিস্তানকে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ মনে করে। লাহোরের গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জিটিসিসিআই)-তে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।ইকবাল হুসেইন আরও জানান, ইতোমধ্যে ব্যবসায়িক প্রতিনিধিদের ভিসা প্রদান শুরু হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসে একটি অনলাইন ভিসা সেবা চালু করার পরিকল্পনা রয়েছে, যা পুরো প্রক্রিয়াটিকে আরও সহজ ও দ্রুততর করবে।এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী মহল আশা প্রকাশ করেছেন, এতে করে ব্যবসা সম্প্রসারণের পথ প্রশস্ত হবে, নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে এবং দুই দেশের মধ্যকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্কও আরও ঘনিষ্ঠ হবে।বিশ্লেষকদের মতে, এই ভিসা সহজীকরণ কেবল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক, শিক্ষা ও পর্যটনের মতো খাতেও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা অনেক সময়ই দুই দেশের সম্ভাবনাময় অংশীদারত্বকে বাধাগ্রস্ত করেছে। ফলে এই উদ্যোগকে তারা সময়োপযোগী এবং যুগান্তকারী বলে বিবেচনা করছেন।ভোরের আকাশ/জাআ