উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০-১০০ শয্যায় উন্নীত করা হবে: টিপু
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার জয়নাল আবেদীন টিপু মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখা।প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমানের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি আখতারুজ্জামান এর পরিচালনায় প্রার্থী বলেন, বিগত ১৫ বছর মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। আমি যদি আল্লাহর রহমতে নির্বাচিত হই, তবে মণিরামপুরবাসীর কল্যাণে জীবন উৎসর্গ করবো। আমি এমপি হতে চাই না, মানুষের সেবক হতে চাই।তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং বলেন, “আমাদের লক্ষ্য হলো জনসেবার মাধ্যমে মণিরামপুরকে উন্নত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা। সভায় তিনি মণিরামপুরের জন্য তার পরিকল্পনা তুলে ধরেন মণিরামপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ করা হবে। ভবদাহের জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং দরিদ্র মানুষের জন্য বিশেষ চিকিৎসা সেবা চালু করা হবে।এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম মজনুর রহমান, সহসভাপতি মো. ইলিয়াস হোসেন, সহ-সভাপতি জি,এম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক উজ্জ্বল রায়, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন জাকির, আব্দুল মতিন, সদস্য সুবিদুর রহমান, মোস্তফা আলমগীর কবির, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন এবং সাবেক আইসিটি সম্পাদক শফিয়ার রহমান প্রমুখ।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম খালাসী, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মাওলানা মুফতি আখতারুজ্জামান, সহ-সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ শামছুদ্দীন আজাদী, সদস্য মাস্টার আবুল কাশেম, হাফেজ মাওলানা আবু তাহের, পৌর সেক্রেটারি মো. মফিজুর রহমান, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব মো. আবু মুসা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মনিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সহ-সভাপতি আলহাজ্ব গাজী শহর আলী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সেক্রেটারি ক্বারী ইমদাদুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ