নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন বিভাগে সচিব পদে নিয়োগের জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার (১৩ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এদিন জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি।
উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে দুটি বিভাগ হবে (রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন) এখানে সচিব নিয়োগ কীভাবে হবে, সেটার একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকলে তাকে সচিবের দায়িত্ব দেওয়া হবে, এমন একটা নীতিমালা থাকতে হবে।
তিনি বলেন, যেহেতু রাজস্ব কার্যক্রম চালাতে হবে সেহেতু নীতিমালা করা প্রয়োজন। ঊর্ধ্বতন পদগুলোতে নীতিমালা করতে হবে। যাতে রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়।
তিনি আরও বলেন, রাজস্ব আদায় খুবই কম; এটা যেন বাড়ে, গ্রাহক সেবা যেন বাড়ে ও হয়রানি যেন বন্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
ভোরের আকাশ/এসএইচ