ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫ ০৯:৪৮ পিএম
সংগৃহীত ছবি
শ্যামলী নূর জামে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ ও গণমিছিলের আয়োজন করেন তারা।
গণমিছিল ও প্রতিবাদে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীগণ একত্রে মসজিদ উচ্ছেদের বিরুদ্ধে জোড়ালো বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে মসজিদ কমিটির সভাপতি এবিএম মোজহারুল করিম, এনসিপির পক্ষ থেকে শের-ই-বাংলা নগর থানার প্রধান সমন্বয়কারী মো. হামিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা ২৮নং ওয়ার্ডের সভাপতি ছগীর, বিএনপির ২৮নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপন, ঢাকা মহানগর উত্তরের সাবেক নেতা এড. আফতাব উদ্দিন জসীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের এলাকায় নামাজ আদায় করার কোন মসজিদ নাই। আমরা দীর্ঘ ২২ বছর এখানে অত্র এলাকার মুসল্লীগণ পাঁচ ওয়াক্ত নামাজ ও দুই ঈদের নামাজ আদায় করে আসছি। আমাদের এক বিন্দু রক্ত থাকতে মসজিদের জায়গা ছাড় দিবো না।'
তারা আরো বলেন, 'আমরা বিভিন্ন সময়ে মসজিদের জায়গাটুকু সরকারী নিয়ম মেনে বরাদ্দের জন্য আবেদন করি। কিন্তু অত্র মসজিদের জায়গা মসজিদকে না দিয়ে অন্য সংস্থাকে বরাদ্দ দেয়। তাই আজকে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীগণ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
ভোরের আকাশ/জাআ