নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫ ০১:৩২ এএম
বাড্ডায় গ্যাস বিস্ফোরণ: মেয়ের পর মায়েরও মৃত্যু
ঢাকার বাড্ডা থানার আফতাবনগরে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের পাঁচ সদস্যের মধ্যে এবার মারা গেছেন গৃহবধূ মানসুরা বেগম (৩৫)। শনিবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হলো। এর আগে রোববার বিকেলে মারা যায় তার চার বছর বয়সী মেয়ে তানজিলা।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে মানসুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীরের ৬৭ শতাংশ দগ্ধ হয়ে তিনি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মানসুরার স্বামী তোফাজ্জল হোসেন (৪৫) এবং তাদের আরও দুই কন্যা—তানিশা (১১) ও মিথিলা (৭)।
শনিবার রাতেই আগুনে দগ্ধ হয়ে তারা সবাই বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। চিকিৎসকরা জানান, তোফাজ্জলের শরীরের ৮০ শতাংশ, তানিশার ৩০ শতাংশ এবং মিথিলার ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে চারজনকে রাখা হয়েছে এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে।
পরিবারটির এক স্বজন জানান, আফতাবনগরের একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন তারা। সম্প্রতি পাশের সড়কে গ্যাস লাইন মেরামতের সময় পাইপলাইনে ক্ষতি হয়, যেখান থেকে গ্যাস লিক করছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই বিস্ফোরণের সূত্রপাত।
ভোরের আকাশ//হ.র