× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৩:০৫ এএম

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্প এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—তোফাজ্জল মিয়া (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), এবং তাদের তিন মেয়ে তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, “রাতে বাড্ডা এলাকা থেকে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা শুরু হয়েছে। দগ্ধের মাত্রা পরে জানানো হবে।”

আহত তোফাজ্জল মিয়ার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলা রং গ্রামে, তবে বর্তমানে তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড্ডার দক্ষিণ আনন্দনগরে একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশী মো. শরীফ। তিনি জানান, “তোফাজ্জল ভাই একটি সিমেন্ট ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করেন। রাতে তার বাসায় রান্নার সময় চুলায় দেয়াশলাই জ্বালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুনে দগ্ধ হন পরিবারের সবাই। আমরা খবর পেয়ে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাই।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনার বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা গ্যাস লাইন ও রান্নার চুলার নিরাপত্তা বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

সংশ্লিষ্ট

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও

সবজিতে স্বস্তি, মাছ-মাংস নাগালের বাইরেই

সবজিতে স্বস্তি, মাছ-মাংস নাগালের বাইরেই

মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক-১

মোহাম্মদপুরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত, আটক-১