নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫ ১০:২৬ এএম
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি চলছে
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘ঢাকাবাসী’। ধারাবাহিক এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯ টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে বুধবার (১৪ মে) থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নগর ভবনের সামনে আন্দোলন শুরু করে ঢাকাবাসী। সেই কর্মসূচি থেকেই লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই মিছিল নিয়ে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে এস জড়ো হতে থাকে নগর ভবনের সামনে। ‘বিক্ষুদ্ধ ঢাকাবাসী’র দাবি, অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। শ্লোগানে শ্লোগানে মুখরিত নগর ভবন এলাকা।
বক্তারা বলেন, ‘সরকার যদি ইশরাক হোসেনকে শপথ পড়াতে এখনো গড়িমসি করে, তাইলে এবার আর তাদের শপথ আয়োজনের অপেক্ষা করবে না। এবার জনগণ নিজেরাই তাদের মেয়রকে শপথ পড়িয়ে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিবেন।’
ভোরের আকাশ/আজাসা