কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৭:৪৪ পিএম
স্কয়ার ফার্মার উৎপাদন দেখে জাম্বিয়া শিল্প সচিবের প্রশংসা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় স্কয়ার ফার্মার উৎপাদন ব্যবস্থা দেখে প্রশংসা করলেন জাম্বিয়ার ব্যবসা, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ক্রুসিভিয়া সি. হিচিকুম্বা।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেন তিনি।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার সূত্রাপুর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা ও উৎপাদন ব্যবস্থা পরিদর্শনে জাম্বিয়ার কমার্স, ট্রেড ও ইন্ডাস্ট্রি (ব্যবসা, বাণিজ্য ও শিল্প) মন্ত্রণালয়ের ১৪ জনের একটি প্রতিনিধি দল। পার্মানেন্ট সেক্রেটারি ক্রুসিভিয়া সি. হিচিকুম্বার (CRUSIVIA C. HICHIKUMBA) ১৪ সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান স্কয়ার ফার্মার নির্বাহী পরিচালক, টেকনিক্যাল অপারেশনস নওয়াবুর রহমান, মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সুরজিৎ মুখার্জী ও ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ্ আল মামুন। জাম্বিয়ার প্রতিনিধি দলের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি, জাম্বিয়ার শিল্প মন্ত্রণালয়ের পরিচালক মুসোকুতোওয়ানে সিচিজুয়ে (MUSOKOTOWANE SICHIZUWE) সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। পরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘুরে ঘুরে প্রতিনিধিদলকে পুরো কারখানার উৎপাদন ও কারিগরি কার্যক্রম দেখান।
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এসএফআরএল অ্যামেনিটি ভবনের সভাকক্ষে কোম্পানির সামগ্রিক বিষয়ে জাম্বিয়ার শিল্প মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদলকে প্রতিষ্ঠান সম্পর্কে জানান স্কয়ার ফার্মাসিটিক্যালসের নির্বাহী পরিচালক টেকনিক্যাল অপারেশনস নওয়াবুর রহমান।
পরে নওয়াবুর রহমান বলেন, জাম্বিয়ার প্রতিনিধি দলের স্কয়ার ফার্মা পরিদর্শন বাংলাদেশকে বিদেশে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা বড় সুযোগ। এভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ওষুধ রপ্তানির একটি বড় ক্ষেত্র সৃষ্টি হচ্ছে।
ভোরের আকাশ/এসআই