ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৯ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের একদিন পর বিলের পানিতে এক অটোরিকশা চালকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিতাই মাস্টারের বাড়ির পাশের বিল থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অটো চালক মো. সাকিব (১৬) আশুলিয়া পাড়া গ্রামের প্রবাসী বকুল মিয়ার ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র হলেও সংসারের চাপে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় যুবক সুমন রিসোর্টে যাত্রী নেওয়ার কথা বলে সাকিবকে ডেকে নেয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয়রা কাশবনের কাছে সাকিবের জুতা ও টাউজার পড়ে থাকতে দেখে সন্দেহ করে। পরে পানিতে তল্লাশি চালিয়ে মরদেহটি পাওয়া যায়।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির জানান, শুক্রবার রাত থেকে পরিবারের লোকজন এবং স্থানীয়রা সাকিবকে খুঁজছিল। যে জায়গা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তার কাছাকাছি জায়গায় একটি অটোরিকশাও ফেলে রাখা ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ/জাআ