চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০১:৩৩ এএম
ছবি সংগ্রহীত
বাগেরহাটের চিতলমারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কর্মসূচির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হিজলা বাজারে হিজলা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান গাজী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ মমিনুল হক টুলু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান অপু।
সভা শেষে বিএনপির নেতাকর্মীরা হিজলা বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, এ্যাডভোকেট সমর পান্ডে, এ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাস, এ্যাডভোকেট আনিচুর রহমান, এ্যাডভোকেট এনায়েত হোসেন, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোজাফফর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম শেখ, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গাউসুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওছিকুর রহমান।
ভোরের আকাশ//হর