রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০১:৪৫ এএম
ছবি সংগ্রহীত
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে রাজবাড়ী জেলার চারটি কলেজে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এমন চিত্র সামনে এসেছে, যা শিক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
জেলার শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শতভাগ ফেল করা কলেজগুলো নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান। এসব কলেজ থেকে মোট ৩৭ জন শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮ জন, গোয়ালন্দের মুক্তিযোদ্ধা ফকির আব্দুর জব্বার কলেজ থেকে ৭ জন, আব্দুল হালিম মিয়া কলেজ থেকে ৫ জন এবং কালুখালীর নীর নেছা কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
সব শিক্ষার্থীই মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের ৪ জন ও বিজ্ঞান বিভাগের ১ জনসহ মোট ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে।
ফলাফল খারাপ হওয়ায় কলেজগুলোর শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা বলছেন, শিক্ষক সংকট, পর্যাপ্ত ক্লাস না হওয়া এবং অনিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে এমন ফলাফল হয়েছে।
বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, এবার আমাদের কলেজ থেকে ৮ জন অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং সবাই অকৃতকার্য হয়েছে। তবে ২০১৭ সালে আমাদের কলেজ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। পরে শিক্ষার্থী উপস্থিতি ও পড়াশোনার মান কিছুটা কমে গেছে।
জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, ফলাফল বিশ্লেষণ করে এসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র