কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪২ পিএম
ছবি: ভোরের আকাশ
“নদী বাঁচাতে আইন দাও, নদী বাঁচাও দেশ বাঁচাও-” এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৫ উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নদ-নদী রক্ষা, নদী দখল ও দূষণ প্রতিরোধ, ভয়াবহ ভাঙন রোধ এবং কার্যকর নদী আইন বাস্তবায়নের দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মারচর পাগলার বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে নদী ভাঙ্গনের শিকার কয়েক শতমানুষ মানববন্ধনে অংশ নেয়।
জানা যায়, গত এক মাস ধরে নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে তীব্র ভাঙন দেখা দিয়েছে। পদ্মারচর, পালগার বাজার, হাইল্যান, মিরকেমারি হাট, চৌদ্দকুরি চর ও পাখি উড়াচরসহ এলাকার অর্ধশতাধিক পরিবার ইতোমধ্যে বসতভিটা হারিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েক'শ বিঘা আবাদি জমি। ভাঙ্গনের হুমকিতে রয়েছে পাগলার বাজার, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক মসজিদ ও গ্রামীণ সড়ক।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন রোধে অস্থায়ীভাবে কাজ করার আশ্বাস দিলেও এখনো শুরু করেনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম নোমান, জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উপজেলা শাখার সভাপতি মাইদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী সুমন, স্থানীয় সংগঠক আবির, সাঈদ শফিউল ইসলাম, রবিউল আলম রবি, আসাদুজ্জামান, ইয়াসিন আলী প্রমুখ।
স্থানীয় বাসিন্দা হোসাইন জানান, আমাদের এলাকায় ভাঙন শুরু হয়েছে ভয়াবহভাবে। অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বাজার, মসজিদ, বিদ্যালয়ও হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
মানববন্ধনে বক্তারা নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি নদী আইন কার্যকর বাস্তবায়ন, দখল ও দূষণমুক্ত রাখার দাবি জানান।
ভোরের আকাশ/জাআ