কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১১ পিএম
ছবি: ভোরের আকাশ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকার ৮ কিঃ মিঃ এর মধ্যে অবস্থিত পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।
এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় অবস্থিত পূজা মন্ডপগুলোরও নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
দূর্গা পূজায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন হতে সর্বমোট ৫ প্লাটুন ১ সেকশন বিজিবি সদস্য নিয়োগ দেয়া হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি এবং অন্যান্য স্ট্যাফ অফিসারগণও নিয়মিত পূজা মন্ডপগুলো পরিদর্শনসহ পূজা মন্ডপ কমিটির সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অপরদিকে, বিজিবি অন্যান্য বাহিনীর যেমন সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করছে।
যার ফলশ্রুতিতে অদ্যাবধি পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংঘটিত হয়নি বলে ২২ বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ভোরের আকাশ/জাআ