মাদ্রাসার নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু
পাবনার ভাঙ্গুড়ায় সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশ্য প্রহরী ওসমান গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন) সকাল দশটার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার দিবাগত রাত ১ টার দিকে মাদ্রাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসা। দুই যুগেরও বেশি সময় আগে চন্ডিপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ওসমান গনি মোল্লা এই মাদ্রাসায় নৈশ্য প্রহরীর চাকরি পান।
সোমবার সন্ধ্যায় যথারীতি ওসমান গনি মাদ্রাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত একটার দিকে কে বা কাহারা মাদ্রাসা প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে মাদ্রাসায় প্রবেশ করে ওসমান গনিকে মুমূর্ষ অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নেন।
এ বিষয়ে কথা বলতে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কীটনাশকের প্রচারণা দেখে এটি ভাল কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কিভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামবো।আজ শনিবার বিকেলে টাঙ্গাইলে নিরাপদ খাদ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় বুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু ছাগল ঘাস খেতে পারছে না। সেখানে আগাছা নাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বুরো ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, উবিনিগের পরিচালক সীমা দাস সীমু, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ওপরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়াকৃষি আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।শনিবার দুপুরে টঙ্গীর এরশাদনগর গোদারাঘাট এলাকায় এই ঘটনা ঘটে।এসময় আরো একজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। এঘটনায় এরশাদ নগর জুড়ে শোকের ছায়া নেমে আসে।নিহতরা হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) ও একই এলাকার তোফায়েলের ছেলে ওসমান গনী(১১)। এঘটনায় আহত উপর কিশোরীর নাম পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় বিলের মাঝে ফুটবল খেলছিল কিছু কিশোর। খেলা চলাকালীন সময় ফুটবলটি ডোবায় পরে গেলে তা আনতে যায় কিশোর আবু রায়হান ও ওসমান গনি।তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদের উদ্ধার করতে যায়। একপর্যায়ে সেও তলিয়ে গেলে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় দলনেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘অন্য দলের সঙ্গে আমাদের তুলনা করে লাভ নেই। তাদের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। যোগ্যদের প্রার্থী হিসেবে বাছাই করে বিএনপি।’শনিবার (২৮ জুন) বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব এসব কথা বলেন তিনি।আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘বিএনপি একটা বড় দল। এই দলে কোনো দ্বন্দ্ব নেই, আছে প্রতিযোগিতা। গণতান্ত্রিক দলে প্রতিযোগিতা বেশি থাকাটা স্বাভাবিক। আর দেশের জনগণের চাওয়াই বিএনপির চাওয়া। আর সেটা হলো জাতীয় নির্বাচন।’ এছাড়া বর্তমান যে পরিস্থিতি তাতে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানান তিনি।অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬ জেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির আওতায় দায়িত্বপ্রাপ্ত নেতাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/আজাসা
মাদারীপুরের শিবচরে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তিনি ব্যক্তি ফান্ড থেকে এতিমখানার মাদ্রাসায় চাউল সহায়তা করেন।শনিবার (২৮ জুন) উপজেলার পাঁচ্চরের বাহাদুরপুর থেকে তার নিকট আত্মীয়ের হস্তক্ষেপের মাধ্যমে উপজেলা পৌরসভার ১নং ওয়ার্ডের আম্বিয়া হাকীমিয়া দারুণ উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় পঁচিশ কেজি, ৫০ বস্তা চাউল এতিমদের হাতে তুলে দেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির, এতিমখানাসহ গরীব ও অসহায়দের পাশে দাঁড়ান শাখাওয়াত হোসেন নান্নু মোল্লা। তিনি তাঁর মা, বাবার রূহের মাগফেরাত কামনায় এই অনুদান করেছেন বলে জানা গেছে।তিনি বলেন, অসহায়দের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই। ভবিষ্যতে গরীব দুঃখীদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে পারি।ভোরের আকাশ/জাআ