পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০৮:১৮ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযান চালিয়ে ২ হাজার ৫ শত মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে আটককৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে এ জাল আটক করে। অভিযানের সময় অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চরঘেরা জাল আটক করা হয়। পরে প্রকাশ্যে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোরের আকাশ/জাআ