পিরোজপুরে ‘২৪-এর রঙে’ চিত্রাঙ্কন ও গ্রাফিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বর্ষপূর্তি- "২৪-এর রঙে" শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের চিত্র।শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার সূচনা হয়, যা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।ছবি : ভোরের আকাশপ্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট। মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, তেজাসকাটি মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয়ী হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ, তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসা।ছবি : ভোরের আকাশঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ ইসরাত আলী আযিযীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৫:৩৪ পিএম
পিরোজপুরে আধিপত্য নিয়ে ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, নিহত ১
পিরোজপুরের মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনায় আহত এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়।মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ছাত্রদল কর্মী হলেন- মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে মো. মুবিন (২৩)।জানা যায়, গতকাল বুধবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নিউ মার্কেট প্রিন্স হোটেলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন ছাত্রদল কর্মী একটি মুঠোফোনের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছাত্রদল কর্মী রনি (২০), ফাহাদ (১৮), তানজিল (১৮) সহ ৬ থেকে ৭ জন মিলে অপর কর্মী মঠবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড এলাকার মো. হুমায়ুনের ছেলে শামীম (২৩) এবং ৭ নম্বর ওয়ার্ড এলাকার মো. মহারাজের ছেলে মো. মুবিন (২৩) কে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে।পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মুবিনের মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে লিপ্ত উভয় ছাত্রদল কর্মী মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার সমর্থক।তবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা বলেন, উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলাল এর লোক নাজাত এই আক্রমণ করেছে এবং নাজাতই এদের জখম করেছে। এদের মধ্যে একজন মারা গেছে আরেকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি জড়িতদের বিচার চাই।এ বিষয়ে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৯:২৪ পিএম
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি
পিরোজপুরের জেলা জজ আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযুক্ত কনস্টেবল মাসুদ রেজাকে বুধবার (১৬ জুলাই) রাতে জনতাসমক্ষে অশোভন আচরণের পরপরই পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম।জানা গেছে, বুধবার গোপালগঞ্জে এনসিপি আয়োজিত একটি পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কনস্টেবল মাসুদ রেজা শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তার এই আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলেন এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।এ সময় জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। তিনি বলেন, “শহীদ আবু সাঈদের পরিবারকে নিয়ে বাজে মন্তব্য করায় এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। আমরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি এবং বিষয়টি পুলিশ সুপারকে জানাই। প্রশাসনের ভেতরে থাকা এমন অনুচিত আচরণকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি রবিউল ইসলাম।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৬:৩৫ পিএম
পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ
দেশজুড়ে অবনতি ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির, শিক্ষাপ্রতিষ্ঠানে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ এমন উদ্বেগজনক পরিস্থিতি এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টায় জেলা স্টেডিয়াম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।মিছিলে বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী ছাড়াও ছাত্রসমাজ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ১নং যুগ্ম আহবায়ক রিয়াজ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার জন্য একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিছু গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে দেশকে অস্থির করার অপচেষ্টা চলছে।তারা আরও বলেন, এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় পিরোজপুর জেলা যুবদলসহ সারাদেশের জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ইউনিটসমূহ সতর্ক অবস্থানে রয়েছে।সমাবেশ শেষে নেতারা দাবি করেন, দেশকে অস্থিতিশীল করার সকল অপচেষ্টার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে রাজপথে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
১৭ জুলাই ২০২৫ ০৪:১১ পিএম
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এনসিপি নেতাদের ওপর হামলা এবং ইউএনও ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার নেতৃত্বে বিএনপি কার্যলয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদর রোড প্রদক্ষিণ করে বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদ হাসান শাহিন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৯:০৬ পিএম
পিরোজপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদের গণপদযাত্রা
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনৈতিক নিষ্ক্রমণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে গণঅধিকার পরিষদ (জিওপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক গণ পদযাত্রার আয়োজন করা হয়।বুধবার (১৬ জুলাই) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।ছবি : ভোরের আকাশপদযাত্রায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, শিল্প-বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক ইমরান খান রাছেল, সদস্য ইঞ্জিনিয়ার নিজামউদ্দীন, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সহ-সভাপতি ইয়ার হোসেন রিপন ও ফোরকান হোসেন, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি ইমাম হোসেন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম রাসেল, এবং জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।ছবি : ভোরের আকাশনেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও ন্যায়ের পথে এগিয়ে যেতে হলে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করা ও একটি কার্যকর রাষ্ট্র সংস্কার আজ সময়ের দাবি। গণঅধিকার পরিষদ বরাবরই মানবাধিকারের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও এই লড়াই অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৮:১১ পিএম
জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল
পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে পৌর জামায়াত কার্যালয়ের সামনে থেকে (সাইকেল পট্টি) ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ জুলাই ) এক মিছিল অনুষ্ঠিত হয়।পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। মিছিলটি বড় মসজিদ (কেন্দ্রীয় মসজিদ) সামনে থেকে শুরু হয়ে বিলাস চত্বর দিয়ে ফলপট্টি স্বর্ণকারগলি হয়ে আবার বড় মসজিদের পাশ দিয়ে পৌর ভবনের সামনে দিয়ে গিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে শেষ হয়।এতে ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য "চলো চলো ঢাকায় চলে মহাসমাবেশ সফল কর", স্লোগান দিতে থাকে। মিছিলে সদ আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, সদর সেক্রেটারি রাকিবুল হাসান , বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান ও ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও মিছিলে পিরোজপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৬:৪৬ পিএম
পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত
পিরোজপুরে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বাদ জোহর পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও জেলার সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভুঁইয়া জনি, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল কবির, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসানুল কবির প্রমুখ।পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে জেলার শহীদ ও আহতদের পরিবার এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের হোসেন।জেলা প্রশাসক মো.আশরাফুল আলম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের আত্মত্যাগের বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি। আমরা তাদের এবং তাদের পরিবারের সম্মান সমুন্নত রাখার জন্য সব সময় চেষ্টা করে যাব।ভোরের আকাশ/জাআ
১৬ জুলাই ২০২৫ ০৩:৩৭ পিএম
নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ
পিরোজপুরে জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়েছে।বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় পিরোজপুর বি আর টি এ এর আয়োজন করা হয়।ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আনোয়ার। জেলা বিআরটিএ এর সহকারী পরিচালক মাহফুজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম, ট্রাফিক ইন্সপেক্টর মো: মনিরুজ্জামান মনির, মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম, আলিফ আহাম্মেদ রাজিব প্রমুখ।এ সময় বক্তারা বলেন, জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি। গত বছর জুলাই আগস্ট গনঅভ্যুত্থানে পিরোজপুর জেলার পাঁচজন শহীদ হয়েছেন। এদের মধ্যে তিনজন বাস চালক হেলপার ও সিএনজি চালক। সড়কের নিরাপদ চলাচলের জন্যই জুলাই গণঅভ্যুত্থানের ক্যাম্পেনো লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।এর আগে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০২:৫৫ পিএম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নষ্ট এবং বিভিন্ন গুপ্ত সংগঠনের পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে বিপু সংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (বরিশাল বিভাগীয় মনিটরিং টিম) হাজী নাসির উদ্দিন মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাদিম শেখ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম শিকদার সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে কিছু গুপ্ত সংগঠন। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়ার এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলসহ দেশের সকল জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট সতর্ক অবস্থানে রয়েছে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেন।ভোরের আকাশ/জাআ
১৫ জুলাই ২০২৫ ০৬:৪৪ পিএম
পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুরে গুপ্ত সংগঠনের দীর্ঘদিনের পরিকল্পিত মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা স্টেডিয়াম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব মাঠে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার।এ সময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চলছে।বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকার করার ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পিরোজপুর জেলা ছাত্রদলসহ দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠান-ভিত্তিক ইউনিট থেকে এ ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, ছাত্রসমাজ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ