চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫ ০৪:০৮ পিএম
সন্ত্রাসী ‘বড়’ সাজ্জাদের ‘উপহারের’ অস্ত্রতেই চট্টগ্রামে জোড়া খুন
বিদেশে পালিয়ে থাকা নগর পুলিশের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড়’ সাজ্জাদের ‘উপহার’ দেওয়া অস্ত্রেই চট্টগ্রাম নগরে জোড়া খুনের ঘটনা ঘটিয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন গ্রেপ্তার সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট’ সাজ্জাদ।
গত ৩০ মার্চ রাতে চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুনের ঘটনায় মামলায় ৭ দিনের রিমান্ডে থাকা সন্ত্রাসী ছোট সাজ্জাদ দফায় দফায় জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন।
তিনি জানান, ১৫ দিনে চাঞ্চল্যকর জোড়া খুনের তদন্ত কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদে মুখ খুলতে শুরু করেছে সন্ত্রাসী ছোট সাজ্জাদ। ইতিমধ্যে এ মামলায় সাজ্জাদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল। এছাড়া গ্রেপ্তার মো. সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উপকমিশনার আলমগীর হোসেন বলেন, জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার আসামিদের তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। কিন্তু মনে হচ্ছে, ব্যবহৃত অস্ত্রটি বারবার হাতবদল হচ্ছে। এ কারণে সন্ধান পেতে কিছুটা বিলম্ব হচ্ছে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে পুলিশ জানায়, জোড়া খুনে অংশ নেয় মোট ১৩ জন। ব্যবহৃত হয় ৬টি মোটরসাইকেল। এর মধ্যে ৩টি ছিল ব্যাকআপে। হত্যায় ব্যবহৃত হয় অত্যাধুনিক নাইন এমএম পিস্তল ও শটগান।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, জোড়া খুনের মামলায় ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদ করতে গত ১৩ এপ্রিল ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিল।
এর আগে, পুলিশ তার (সাজ্জাদ) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিল। একইসঙ্গে পুলিশের পৃথক আবেদনে নগরের চান্দগাঁও থানার পাঁচটি, বায়েজিদ বোস্তামী থানার একটি ও হাটহাজারী থানার দুটিসহ আটটি মামলায় ছোট সাজ্জাদকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
ভোরের আকাশ/এসএইচ