গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০১:৩২ পিএম
গাইবান্ধায় ২৫২ পিস ইয়াবাসহ নারী আটক
গাইবান্ধা সদর উপজেলায় ইয়াবাসহ জুঁই বেগম (৩৬) নামে এক নারী কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় ২৫২ পিচ ইয়াবা জব্দ করা হয়। সোমবার (১৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার।
এর আগে, রবিবার (১২মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়ারজান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত জুঁই বেগম ওই এলাকার মেরাজ আলির স্ত্রী।
যৌথবাহিনী সূত্র জানায়, পৌর শহরের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বানিয়ারজান এলাকার মেরাজ আলির বাড়িতে নিয়মিত মাদক বেচা-কেনা হয়। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ি তল্লাশি করে ২৫২ পিস ইয়াবা জব্দসহ জুঁই বেগমকে আটক করা হয়। পরে ওই নারীকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
ভোরের আকাশ/এসএইচ