আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৭:০৭ পিএম
মা-বাবার গালমন্দে কিশোরীর আত্মহত্যা
মা-বাবার গালমন্দে অভিমান বিষপানে আত্মহত্যা করলো এক কিশোরী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া গ্রামে।
জানা যায়, মনোযোগ দিয়ে লেখাপড়া না করায় মা-বাবা জান্নাত আক্তার (১৬) কে গালমন্দ ও কড়া শাসন করেন। এতে অভিমান করে করে জান্নাত আক্তার বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত জান্নাত আক্তার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা আবু তাহেরের মেয়ে।
জান্নাত আক্তারকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার (১২ মে) দিবাগত রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুধু গালমন্দ করায় এ ঘটনা ঘটেছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ভোরের আকাশ.আমর