বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৩৪ পিএম
যশোরে জমে উঠেছে আমের কেনাবেচা
যশোরের শার্শার বাগুড়ি বেলতলা বাজার জমে উঠেছে আমের কেনাবেচা। দেশের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীদের আগমনে খুশি আড়ৎদারেরা।
গত ৬ মে থেকে শুরু হয় শার্শার বাগুড়ী বাজাওে কেনাবেচা। শুরুতে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়সহ কয়েকটি আগাম জাতের আম বাজারে আসতে দেখা যায়। দেড় শতাধিক চাষি-আড়ৎদার আম পাইকারী কেনবেচায় জড়িত বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে অবস্থিত আমের এক রাজ্য। এ বাজার থেকে আম নিতে পাকা সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট-বড় ট্রাকের সারি। প্রতিদিনই ৫০ মেট্রিক টনের বেশি আম ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।
বাগুড়ী বেলতলা বাজারের আড়ৎদার আনিচুর রহমান জানান, এ বছর আমের ভালো ফলন হয়েছে। কোন দুর্যোগ না হলে চাষিরা লাভবান হবে। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সব চাইতে বড় আমের বাজার যশোর জেলার বাগুড়ী বেলতলা। এখানে প্রতিদিন হাজার হাজার মন আম বেচাকেনা হয়।
বাগুড়ী বেলতলা আম বাজারের সভাপতি মাহামুদ আলী বলেন, শুরুতেই পর্যাপ্ত আম বাজারে এসেছে। পর্যায়ক্রমে আরও আম বাজারজাত হবে। এই বাজারে আগাম আম উঠার কারণে দেশের ৬৪ জেলার আম ব্যবসায়ীরা এ বাজার থেকে পাইকারী দরে আম ক্রয় করে। এই বাজারে পরিবহন ব্যবস্থা সহজ ও সুলভ থাকায় ব্যবসায়ীরা বাড়তি সুবিধা পায়।
আগামী ২২ মে হিমসাগর গাছ থেকে নামানোর কথা থাকলেও এখন তা বাজারে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ হিমসাগর আগাম পরিপক্ব হয়ে যাওয়ায় তা বাজারে তোলা হচ্ছে। আমের গুণগত মানকে এ বাজারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে।
আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না বলেন,গত বছরের তুলনায় এ বছর আম কম উৎপন্ন হওয়ায় দামও বেশি। ফলে আম চাষীরা ভালো দাম পেয়ে যথেষ্ট খুশি। তিনি বলেন, গোবিন্দভোগ মণপ্রতি ১২শ টাকা থেকে মানভেদে দুই হাজার টাকা, গোপালভোগ-বোম্বাই জাতের দাম ১২শ থেকে ১৬শ টাকায় বেচাবিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, বাজারে রাসায়নিকে পাকানো বা অপরিপক্ব আম তোলা যাবে বলে সকল জানিয়ে দেওয়া হয়।এই বাজারে মানসম্মত আমই কেবলমাত্র তোলা যায়।
বাজার ঘুরে কথা হয়, আল্লার দান ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোক্তারুজ্জামানের সাথে। তিনি জানান, ছোট-বড় মিলিয়ে বাজারে দেড়শত মতো আমের আড়ত থেকে মৌসুমের শুরুতে প্রতিদিন ৫০ মে. টনের বেশি আম ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
বেলাতলা আমবাজারের ব্যবসায়ীরা জানান, আর দশ থেকে বারো দিন পর বাজারে উঠবে সুস্বাদু ন্যাংড়া আম। তারপরে সবশেষে উঠবে আম্রপালি আম। তবে ন্যাংড়া আম বাজারে আসার পর আরও বেশি জমজমাট হবে এই বেলতলা পাইকারি আম বাজার।
ভোরের আকাশ/আজাসা