চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা রিয়াদ চৌধুরি গ্রেপ্তার, দল থেকে বহিস্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে এক পোশাক কারখানার ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে তাঁর। ওই কারণে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জে ফিরিয়ে আনতে পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ফোনালাপের অডিও ফাঁস হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি।বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা আব্বাস বলেন, আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতিনির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, এই সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা নন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অনেকেই ভাবছেন, বিএনপির সুদিন এসে গেছে। তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি; কিংবা ফিরতে পারেন নাই। বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে। কারণ দেশে আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, যাদের সঙ্গে বিএনপিকে যুদ্ধ করতে হয়েছে। এখন দেশে বিএনপির অনেক শত্রু হয়ে গেছে। অনেক দল আজকে বিএনপির শত্রু, তবে বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্টভাবে বলতে চাই, যাঁরা বিএনপিকে শত্রু ভাবেন, কিন্তু বিএনপি আপনাদের শত্রু ভাবে না।বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না। আওয়ামী লীগের সময় মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। এই সরকারের সময়ও মিডিয়ার কোনো স্বাধীনতা নেই। মিডিয়ার মধ্যে একটাই কথা শুধু বিএনপি, বিএনপি আর বিএনপি। বিএনপি কী করছে, এটা ছাড়া কারও বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না।তিনি বলেন, দেশে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এ জন্য কেউ নির্বাচনের কথা বলতে চায় না। আমরা নির্বাচনের কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে যায়। মনে হয় নির্বাচন শব্দটা যেন কেউ চেনে না। নির্বাচনের কথা বলা যেন পাপ।বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ (ইয়াছিন), বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের (সুমন), কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), কুমিল্লা দক্ষিণ জেলার সদস্যসচিব আশিকুর রহমান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রমুখ বক্তব্য দেন। ভোরের আকাশ/এসআই
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি-আদর্শ পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ফতুল্লা থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ মোহাম্মদ চৌধুরী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। এ কারণে তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। চাঁদার দাবিতে এক পোশাক কারখানার ব্যবসায়ীকে মুঠোফোনে কল করে কারখানা পুড়িয়ে দেওয়ার হুমকির কথোপকথনের একটি অডিও প্রকাশ পেয়েছে তাঁর। ওই কারণে তাঁকে আটক করা হয়েছে। তাঁকে বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জে ফিরিয়ে আনতে পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হচ্ছে।এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীর সাথে ফোনালাপের অডিও ফাঁস হলে তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ভোরের আকাশ/এসআই
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, শাহবাগে জাতীয় সংগীত বন্দের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিলো। এটাই কী তাকে হত্যার কারণ? বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন-নির্যাতন দেখেছি। এখন তো তারা নেই। তাহলে এখনও কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সাথে বিষয়টিকে খতিয়ে দেখতে হবে।এ সময় কোনও বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দেন তিনি।এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলো শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সম্মানে বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বুধবার (১৪ মে) রাতে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক নৈশভোজে রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারকে বিদায় জানানো হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।আয়োজনে অতিথিদের স্বাগত জানান ড. মঈন খানের স্ত্রী মিসেস আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট খন্দকার রোখসানা।বিএনপি সূত্র জানিয়েছে, নৈশভোজে অংশগ্রহণকারী কূটনীতিকদের সঙ্গে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।ভোরের আকাশ//হ.র