বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৮:৪৫ পিএম
বরিশালে বই পড়া কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ
বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশ ভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ও গ্রামীণফোনের সহযোগিতায় ২০২৪ শিক্ষাবর্ষে বরিশাল মহানগর এর ৪৭ টি স্কুলের প্রায় ৫ হাজার ৬শ ছাত্র-ছাত্রী বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বই পড়ার এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোঃ আসাদুজ্জামান অবসরপ্রাপ্ত সচিব ও সাবেক ট্রাস্টি বিশ্ব সাহিত্য কেন্দ্র, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশিদ, ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাব্রিয়েল গাইন, গ্রামীণফোন বরিশাল ডিভিশন সার্কেল হেড সানুয়ার হোসেন, পরিচালক, বিশ্ব সাহিত্য কেন্দ্র শামীম আল মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মনকে সুন্দর ও রুচিস্নিগ্ধ ভাবে গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ৪৭ বছর ধরে সারাদেশে এই বই পড়া কর্মসূচির আয়োজন।
আজকের এই অনুষ্ঠানে গ্রামীণফোনের সৌজন্যে বরিশাল মহানগরের ৪৭টি স্কুলের মধ্যে ৩৬ টি স্কুলের ২ হাজার ৪১১জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে এবং বাকি ১১ টি স্কুলের শিক্ষার্থীদের পক্ষে স্কুলের শিক্ষক ও সংগঠকদের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বইপড়া এ কর্মসূচিতে ৫ টি স্কুল থেকে ৭৩ জন সেরাপাঠক বিজয়ীদের মধ্যে লটারির মাধ্যমে ৭জন শিক্ষার্থীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।
ভোরের আকাশ/এসআই