স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১১:০০ এএম
প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের বাজার মনিটরিং
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দিনাজপুরের ফুলবাড়ীতে যৌথ বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানে সচেতনতামূলক জরিমানা আদায় করা হয়।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসন ও এনএসআইয়ের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে সকাল ১১টায় ফুলবাড়ী পৌর বাজারের পেঁয়াজ-রসুনের আড়ত, কাঁচা বাজার ও ভ্যারাইটি স্টোরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইসাহাক আলী এবং দিনাজপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহানউদ্দিন।
অভিযানে যুক্ত ছিলেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা শাখার প্রচার সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা ক্যাবের সভাপতি, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি মাসউদ রানা এবং উপজেলা ক্যাবের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক মো. জুলফিকার আলীসহ থানার পুলিশ ফোর্স।
ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান, দোকানে মূল্য তালিকা না রাখার দায়ে ৩৮ ধারা অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে এবং ঘোল ও দইয়ের পাত্রে তথ্য না থাকার দায়ে ৩৭ ধারা অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
টিটির মোড়ে সুমন স্টোরে টিসিবির তেল রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকার কারণে ৫ হাজার টাকা, মিমি স্টোরে ২ হাজার টাকা, অংকিতা ভ্যারাইটি স্টোরে ২ হাজার টাকা, রমা সবজি ভাণ্ডার ১ হাজার টাকা, জনতা ব্যাংকের নিচে গোবিন্দ দধি ভাণ্ডার ঘোল ও দইয়ের বোতলে মেয়াদ, ওজন, মূল্য ও উৎপাদনের স্থান উল্লেখ না থাকার কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পেঁয়াজের আড়তে ক্রয় ভাউচার যাচাই করে কোনো অনিয়ম পাওয়া যায়নি। পেঁয়াজ পাইকারি ৪২ টাকা ও খুচরা ৪৫ টাকা এবং রসুন পাইকারি ৯০ টাকা ও খুচরা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ