ইসলামপুরে কেন্দ্রে দায়িত্বে অবহেলা ৩ শিক্ষককে অব্যাহতি
জামালপুরের ইসলামপুর উপজেলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত ৩ জন শিক্ষক দায়িত্বে অবহেলা করে আসছিলেন।
কেন্দ্রের নিয়ম ও দায়িত্বে অবহেলার কারণে ওই তিন শিক্ষককে অব্যাহতি প্রদান করেন ইউএনও মো. তৌহিদুর রহমান। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকগণ হলেন, কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম, এড. নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।
জানা যায়, চলমান মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এ বছর উপজেলায় মাধ্যমিকে ২,৭৭৪ জন, দাখিলে ৯০৫ জন এবং ভোকেশনালে ৫৪৮ জনসহ মোট ৪,২২৭ জন পরীক্ষার্থী ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় ইসলামপুর ইউএনও তৌহিদুর রহমান বেলগাছা কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পান, ওই তিনজন শিক্ষক পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা করছেন। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ওই তিন শিক্ষককে তিনি অব্যাহতি দেন।
এ ব্যাপারে ইউএনও তৌহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলতি বছরের জন্য তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কবিরাজবাড়ী-পঞ্চগ্রাম বাদামতলী এলাকার যাতায়াতের জন্য প্রায় দুই কিলোমিটার রাস্তায় সংস্কার কাজ করা হয়।কবিরাজবাড়ী-পঞ্চগ্রাম রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের ঘের ব্যবসায়ীরা মাছের খাবার, মুরগির খামারের খাবার, কৃষকেরা ফসল আনা-নেওয়া করেন। দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। তাই জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন।শনিবার (১৭ মে) বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৩০ থেকে ৪০ জন জামায়াত কর্মী সহ স্থানীয় বাসিন্দা রাস্তা সংস্কারের কাজ করছেন। খোন্তা দিয়ে মাটি কেটে রাস্তার মধ্যে যে গর্তগুলি হয়েছে ওই গর্তগুলিকে ভরাট দিতে দেখা গেছে। আবার অনেকে সেই মাটি ঝুড়িতে করে রাস্তায় ফেলছেন।স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারিভাবে দীর্ঘদিন রাস্তাটিতে কোনো সংস্কারকাজ করা হয়নি। বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে রাস্তা ধসে গেছে। অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টির সময় পানির চাপ থাকে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাই জামায়াতের উদ্যোগে রাস্তাটি সংস্কার করছেন তাঁরা।রাস্তা সংস্কারকাজের উদ্যোগীদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সরকারি আইনজীবী আ্যডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জামাতের সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা শিবির সভাপতি শেখ আবু হানিফ, প্রফেসর প্রদীপ কুমার মন্ডলসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, ‘এই রাস্তা সংস্কার করার জন্য টাকা বরাদ্দ হয়েছে। ৫ আগস্ট এর আগে রাস্তাটি খুঁড়ে কাজ শুরু করছে ঠিকাদার, কিন্তু ৫ ই আগস্ট এর পরে তারা পালিয়ে গেছে। তাদের সাথে যোগাযোগ করে কোন সূরাহা হয়নি। এখন জামায়াত যে কাজটি করেছে এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ যে কাজটি আমার করার কথা ছিল। সেই কাজটি এখন জামায়াতে ইসলামি করছে।ভোরের আকাশ/জাআ
সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম আরো জোরদার করতে খুলনায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী একটি কর্মশালা।রোববার (১৮ মে) রিজিওনাল কনসালটেশনের অংশ হিসেবে নগরীর হোটেল সিটিইন সম্মেলন কক্ষে কেএমপি এবং খুলনা রেঞ্জের ৩৭ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন) মফিজ উদ্দিন আহমেদএবং বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক।কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম, পুলিশ সুপার(ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট মোঃ শিরিন আক্তার জাহানসহ এটিইউ ও ইউএনওডিসির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উথান সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম(এটিইউ) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা বিভাগের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য এই কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে।পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং জাতিসংঘ মাদক ও অপরাধ সংস্থার যৌথ উদ্যোগে ইনিশিয়েটিভ অন কাউন্টারিং টেরোরিজম এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম থ্রু স্ট্রেন্দেনিং অফ কমিউনিটি এন্ড বিট পুলিশিং ম্যাকানিজম এন্ড ষ্ট্রেটেজিস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোরের আকাশ/এসআই
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরা কারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর টহল দলের দুই সদস্য অনুপ কুমার (২৯) ও মনিরুজ্জামান (২৯)। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রংপুর ৬১ বিজিবির একটি সূত্র জানায়, সোমবার গভীর রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেলে করে দুই চোরা কারবারি সীমান্তে যান। এই খবর পেয়ে নাজিরগোমানী বিওপি বিজিবি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এই দলের নেতৃত্বে ছিলেন ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাছিবুর রহমান। বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত থেকে অবৈধভাবে পাচার করা মাদকের ব্যাগ পিঠে নিয়ে পালিয়ে যায় দুইজন চোরা কারবারি। তারা তাদের মোটরসাইকেল ফেলে যাওয়ায় বিজিবি তা জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে চোরাকারবারিরা তাদের উপর হামলা চালায়। এ সময় বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। ভোরের দিকে তাদের উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।রোববার (১৮ মে) বিকেলে রংপুর ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই ইউনিয়নের কয়েকজন চোরাকারবারির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। এর আগে উপজেলার উপজেলার জগতবেড় ইউপিতে অবস্থিত মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।পাটগ্রাম থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, বিজিবি একটি মামলা দায়ের করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/এসআই
আবু বক্কর ছিদ্দিক সভাপতি, ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ও মনির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল শশীভূষণ থানা শাখার কমিটি গঠন করা হয়েছে।গতকাল শনিবার বিকেলে শশীভুষণ বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী চলক দলের অস্থায়ী কার্যালয়ে জেলা চালক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট রিয়াজ হোসেনের সভাপতিত্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচন শেষে প্রাপ্ত ভোটের মাধ্যমে আবু বক্কর ছিদ্দিক সভাপতি, মো. ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ও মো. মনির হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ বি ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আমিনুল একরাম জাহাঙ্গীর মিয়া, বিএনপির নেতা মো. মানিক সোকানি, যুবদল নেতা সোহরাব হোসেন সুমন, মাহে আলম, হাজ্বী মো. কামাল, চরফ্যাশন বাস মালিক সমিতির কর্মকর্তা মো. হারুনুর রসিদ সবুজ মিয়া, রসুলপুর ইউনিয়ন মৎস্যজীবী দল সভাপতি আঃ মাজেদ মৃধা, রসুলপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইউনুস শরীফ প্রমুখ।ভোরের আকাশ/জাআ