জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১২:০১ পিএম
ঈদ উপহার পেলো ফেলানীর পরিবার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঈদ উপহার পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেলানীর পরিবার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নুর ইসলামের হাতে তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা।
ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার একটি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা বাবা নুর ইসলাম।
ফেলানী বাবা নুর ইসলাম জানান, ঈদে এভাবে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব খুশি হয়েছি। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে এ টাকা দিয়ে এবার ঈদ পালন করতে পারব।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে ফেলানীর পরিবারকে নগদ অর্থের চেক হস্তান্তর করতে পেয়ে আমাকে খুব ভালো লাগছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির।
ভোরের আকাশ/এসএইচ