ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫ ০৩:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫ যাত্রী
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে নারী, শিশুসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিন লাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আকলিমা, বাদল সরকার, ইকরা, কামাল, আব্দুল আলিম, আমেনা, আলেয়া, মোতালেব, রায়হান, বেবী, নুলন, আব্দুল আলী, শাহজাহান, খুরশেদ, হৃদয়, খালেদ।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান , সিলেট থেকে ছেড়ে আসা এস, আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে তিন লাখ পীর এলাকা অতিক্রম করার সময় তন্তর ছতুরা ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এসএইচ