চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৮ পিএম
সংগৃহীত ছবি
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে গর্ভবতী মহিলাকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রোববার এক গর্ভবতী মহিলা উন্নত চিকিৎসার জন্য এমভি পূবালী-৬ লঞ্চযোগে পটুয়াখালী হতে ঢাকার উদ্দেশে রওনা হয়। মধ্যরাত ২টায় লঞ্চটি চাঁদপুরের হায়েমচর সংলগ্ন এলাকায় পৌছাঁলে উক্ত মহিলা প্রসব বেদনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ রোগীর স্বামী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত লঞ্চে গমন করে। অতঃপর মেডিকেল টিম মহিলাকে চাঁদপুর লঞ্চ ঘাট হতে সিভিল অ্যাম্বুলেন্স যোগে চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছে দেয়। পরবর্তীতে উক্ত মহিলা একটি পুত্র সন্তান জন্ম দেয় এবং বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সেবায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
ভোরের আকাশ/এসএইচ