চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ পিএম
ছবি: ভোরের আকাশ
উপজেলা বিএনপির আয়োজনে বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় চিতলমারী সরকারি এসএম মাধ্যমিক মডেল উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাসে সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতি স্বাগত বক্তব্য মধ্য দিয়ে শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলায় বিএনপির সাবেক সভাপতি ও জেলা প্রধান সমন্বয় এসএম সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ১আসন নির্বাচনী তদারকি কমিটির আহবায়ক ও জেলা বিএনপির নেতা শেখ শমসের আলী মোহন, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাছির আহমেদ মালেক, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ সাহেদ আলী, বাগেরহাট মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ মো. শাহ আলম ফকির, বাগেরহাট সরকারি পিসি কলেজ ভাইস প্রিন্সিপাল শেখ মোস্তাফিজুর আলম রবি, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা রুনা গাজী, সাবেক সভাপতি জেলা শ্রমিক দল সরদার লিয়াকত আলী।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেত্রী সাহিদা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, সোয়েব হোসেন গাজী, শিপন মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা সাবেক ছাত্র দল আহবায়ক লিমন বিশ্বাস ইউনুস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু।
ভোরের আকাশ/জাআ