ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের স্বরূপকাঠিতে পাষণ্ড ছেলে ও পুত্রবধূর নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে থানায় অভিযোগ করেছেন এক অসহায় বৃদ্ধ দম্পতি।
নির্যাতনের শিকার পিতা-মাতা হলেন মো. শাহাদাৎ হোসেন (৬০) ও তার স্ত্রী মোছা. মমতাজ বেগম। অভিযোগে বলা হয়েছে, তাদের বড় ছেলে মো. মিলন কৌশলে তাদের অর্ধেকের বেশি জমি লিখে নিয়ে এখন কোনো ভরণপোষণ দিচ্ছে না। বরং সম্প্রতি ওই বৃদ্ধ মা-বাবাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘর কুড়িয়ানার মুসলিমপাড়া গ্রামে।
এ ঘটনায় নিরুপায় হয়ে স্বরূপকাঠি থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বৃদ্ধ দম্পতি। তবে এখনো তারা কোনো বিচার পাননি।
অভিযোগে বৃদ্ধ শাহাদাৎ হোসেন জানান, তার তিন ছেলে। বড় ছেলের নাম মিলন। নিজের ও স্ত্রীর চিকিৎসার জন্য তিনি ছেলের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন। বিনিময়ে ছেলে কৌশলে ২২ শতাংশ জমি নিজের নামে লিখে নেয়।
তিনি বলেন, “আমরা বাড়ি থেকে বাগানের কিছু সুপারি পাড়তে গেলে ছেলে মিলন ও পুত্রবধূ রুবি বেগম মিলে আমাদের মারধর করে। তাদের বেদম প্রহারে আমার দুটি দাঁত পড়ে গেছে। এখন আবার আমার বাকি জমিও লিখে দিতে বলছে। আমরা রাজি না হওয়ায় প্রায়ই আমাদের মারধর করে, কোনো ভরণপোষণ দেয় না এবং কথার ছলে নানাভাবে নির্যাতন করে।”
তিনি আরও বলেন, “গত ৬ অক্টোবর সকালে বাড়ির নারিকেল ও সুপারি পাড়াকে কেন্দ্র করে ছেলে মিলন আমাদের সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এতে শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায় ও জখম হয়। রাতে আবার আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।”
বৃদ্ধার স্ত্রী মোছা. মমতাজ বেগম বলেন, “ছেলে মিলন কৌশলে জমি লিখে নেওয়ার পর এখন আবার টাকার দাবি করছে। অন্যথায় বাকি জমি লিখে দিতে বলছে। বাড়ির কোনো ফসল ধরতে দেয় না। গত ৬ অক্টোবর স্বামীকে বেদম মারধর করলে আমি রক্ষা করতে গেলে আমাকেও মেরেছে। পরে রাতে আবার আমাদের মেরে বাড়ি থেকে বের করে দেয়। আমরা বাধ্য হয়ে স্থানীয় মেম্বারের বাড়িতে আশ্রয় নিয়েছি। এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারিনি। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো বিচার পাইনি।”
ইউপি সদস্য মো. শাহাদাৎ হোসেন বলেন, “ওই বৃদ্ধ দম্পতি খুবই অসহায়। তাদের ছেলে মিলন কারও কথা শোনে না। তাই আমি নিজেই তাদের থানায় যেতে বলেছি।”
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীন বলেন, “ওই ছেলে খুবই খারাপ। জমির জন্য বাবা-মাকে মারধর করেছে। কয়েক দিন আগে তাদের বেদম প্রহার করে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা আমার কাছেও এসেছিল। আমি তাদের থানায় যেতে বলেছি। ওই পাষণ্ড ছেলের কঠোর শাস্তি হওয়া উচিত।”
স্বরূপকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, “তারা যেন থানায় এসে আমার সঙ্গে সরাসরি কথা বলেন। আমি বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেব।”
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. এস এম রেজাউল ইসলাম শামীম। পরিচালনা করেন দৈনিক কালবেলার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. জিয়াউল হক।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহ-সভাপতি মো. ইমাম হোসেন মাসুদ, কার্যনির্বাহী সদস্য মো. আরিফ মোস্তফা, মো. খালিদ আবু, মো. ওয়াহিদ হাসান বাবুসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন, “দৈনিক কালবেলা খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাহসিকতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখলে এই পত্রিকা আগামী দিনে আরও বড় ভূমিকা রাখতে পারবে।”তারা আরও বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হলো নিরপেক্ষতা বজায় রাখা। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।”বক্তারা কালবেলা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।অনুষ্ঠানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কালবেলা-র প্রতিনিধি ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।ভোরের আকাশ/জাআ
স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেছেন। এলাকাবাসী এ ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়কে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।জানা গেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা বিবিসি (বিসমিল্লাহ ব্রিকস) নামের একটি ইটভাটা স্থাপন করেন।ফসলী জমিতে ইটভাটা স্থাপন করায় ওই এলাকার অন্তত পাচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ, খামার, গ্রামীণ সড়ক নষ্ট ও পরিবেশ দুষিত হচ্ছে। এতে ওই গ্রামের পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পরেছে বলে দাবী এলাকাবাসীর।কৃষকরা অভিযোগ করেন, ইটভাটা নির্মাণ করায় জমির উর্বরতা হারিয়েছে। জমিতে এখন আর আগের মত ফসল ফলছে না। ওই ইটভাটার তিন’শ কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে উল্লেখ আছে আবাসিক এলাকা, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু রায়বালা গ্রামে ইটভাটার মালিক আব্দুল হান্নান মৃধা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা স্থাপন করেছেন। ওই আইন লঙ্ঘন করে কেউ ইটভাটা স্থাপন করলে তাকে এক বছর অনধিক পাঁচ বছরের জেল অথবা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে।কিন্তু ওই আইনের প্রতিফলন ঘটছে না ওই ইটভাটাতে। স্বাস্থ্য, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধে রায়বালা গ্রামের সচেতন নাগরিকরা বৃহস্পতিবার বিকেলে আকবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় জাহাঙ্গির আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাশির উদ্দিন, কবির গাজী, শাহীন ও খোকন প্রমুখ।মানববন্ধনে বক্তারা দ্রুত স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, ইটভাটার কারনে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে আগের মত ফসল হয় না। গাছে ফল ধরে না। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হচ্ছে।শিশুরা শ্বাস কষ্টসহ নানাবিধ রোধে আক্রান্ত হচ্ছে। বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়কে ইটভাটা বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিবিসি ইটভাটাতে ইট প্রস্তুত করতে কার্যক্রম শুরু করেছে। তিনপাশে ধান ক্ষেত এবং একপাশে গ্রাম রয়েছে। রায়বালা গ্রামের কৃষক কবির গাজী বলেন, বিবিসি ইটভাটার কারনে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এখন আর আগের মত জমিতে ফসল ফলছে না। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত ওই ইটভাটা বন্ধের দাবী জানান তিনি।নাশির উদ্দিন ও বশির বলেন, রায়বালা এলাকার অন্তত পাঁচ’শ একর ফসলি জমি,জীব বৈচিত্র্য, গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই গ্রামের কৃষি জমি ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষায় ওই ইটভাটা বন্ধের দাবি জানান তারা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার শিশুরা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। বিবিসি ইটভাটার মালিক মো. হান্নান মৃধা বলেন, ঝিকঝ্যাক ইটভাটাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি, কৃষি জমি ও পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। সকল প্রকার ছাড়পত্র নিয়েই ইটভাটা স্থাপন করেছি।আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. রাসেল বলেন, বিবিসি ইটভাটার মালিককে ইটভাটা স্থাপনে কোন প্রত্যায়ন দেয়া হয়নি। কৃষি জমিতে ইটভাটা স্থাপন করলে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে।বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশ নষ্ট হয় এমন জায়গায় ইটভাটা স্থাপন করতে পারবে না। এলাকার মানুষ ইটভাটা বন্ধে মানববন্ধন করছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়েছে কিনা , তা আমার খতিয়ে দেখতে হবে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন বলেন, সরকারী নিয়ম বর্হিভুত কোন ইটভাটা নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
চট্টগ্রাম ইপিজেডে একটি তোয়ালে কারখানায় লাগা আগুনের ঘটনায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীও।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।তিনি বলেন, আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন, সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।এর আগে দুপুর ২টার দিকে নয়তলা ওই কারখানাটির আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে ড়িয়ে পড়ে।জানা যায়, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত ওই কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।এর আগে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের ৬, ৭ ও ৮ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৭টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তিনি আরও জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের দুই দিন পর আনিছুর রহমান (৪৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শীলপাড়া গ্রামের এক ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আনিছুর রহমান তালুক ফলগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত অটোভ্যান চালক ছিলেন।পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, আনিছুর রহমান গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। তিনি সেদিন থেকেই নিখোঁজ ছিলেন।আজ সকালে সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় পড়নের লুঙ্গির একটি অংশ পেঁচানো ছিল এবং সেই লুঙ্গির অংশ পাশের একটি গাছেও ঝুলানো ছিল।বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ভোরের আকাশ/জাআ