নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১২:৩৬ পিএম
ছবি : ভোরের আকাশ
নাটোর চিনিকলের গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের কারখানায় থাকা ৯০ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ।
শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, শনিবার রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল মিলের প্রধান গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরো ৭ জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের কারখানার বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়।
প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভিতর। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত কাজ চলছে।
ভোরের আকাশ/ তা.কা