কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা):
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০১ পিএম
সাভারে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও বিক্ষোভ মিছিল
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাভার বাসস্ট্যান্ড রানা প্লাজার সামনে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে বক্তারা বলেন, “বাংলার মানুষ অন্যায়, জুলুম ও বিদেশি আধিপত্য আর মেনে নেবে না।” তারা ঘোষণা দেন, দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি হিসেবে উত্থাপিত ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না।
৫ দফা দাবিগুলো হলো:জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এজেন্ট জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা।জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে PR (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন।
বক্তারা আরও বলেন, যারা ভারতের আধিপত্যের কাছে দেশ বিক্রি করছে এবং জুলাই গণহত্যার বিচার ধামাচাপা দিতে চাইছে, তারা জনগণের প্রকৃত শত্রু। ৫ দফা দাবি মানা না হলে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমী।
বক্তারা আরও ছিলেন—সহ-সভাপতি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, জেলা সহ-সভাপতি ও বরিশাল-৫ আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা শাহেদ জহিরি, মাওলানা আব্দুর রশিদ, মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি নাজমুল ইসলাম শাকিল, মুফতি খন্দকার কাউসার হোসাইন, মুফতি আলমগীর রহমানী, মাওলানা ইসমাঈল হোসাইন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মুফতি সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ, মুফতি মাহবুবুর রহমান গুলজার, মুহাম্মদ আফিফ আহমদ, মাওলানা আব্দুস সবুর খান, মাওলানা রাফিউল ইসলাম, মৌলভী আওলাদ হাসান, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা আবুল কাশেম প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে পাকিজা মোড় ঘুরে সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।
ভোরের আকাশ/হ.র