জাফর হোসেন জাকির, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:৩৩ পিএম
ছবি: ভোরের আকাশ
নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় চার শিক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি। এর আগে গত বছর ২০২৪ সালেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেনি।
জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী আছেন। বিদ্যালয়টি একাডেমিক স্বীকৃতি পায় ২০১১ সালের জানুয়ারি মাসে। কাগজ-কলমে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১৭৫ জন।
এদিন বিকেল ৩টায় ওই বিদ্যালয়ে গিয়ে তালা দেখতে পাওয়া যায়। মাঠে বেঁধে রাখা হয়েছে গরু-ছাগল। স্থানীয়রা জানান, বিদ্যালয়টি বেশিরভাগ সময় বন্ধ থাকে। মাঝে মধ্যে দুই-একজন শিক্ষক-কর্মচারী আসলেও শিক্ষার্থীর দেখা মেলে না।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও সারা পাওয়া যায়নি তার। পরে তার বাড়িতে গিয়েও দেখা পাওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান মুঠোফোনে বলেন, এবার এসএসসি পরীক্ষার্থী চার জন ছিল। কিন্তু কেউ পাস করেনি।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, ২০২৪ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থী অংশ নেয় এসএসসি পরীক্ষায়। এবার অংশ নিয়েছিল ৪ জন। পরপর দুই বার ফলাফল শূন্য। কেন এমন ফলাফল হয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পদক্ষেপ নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ