× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলনবিলে আগাম বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ০৭:২৪ পিএম

বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান

বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান

নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর ,সিংড়া ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগে হওয়া বন্যার পানিতে ডুবে যাচ্ছে সদ্য পাকা বোরো ধান। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও ধান সংরক্ষণের সমস্যাও যেন কৃষকের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

জানা যায়, চলনবিল এলাকায় পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে যারা সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করেছিলেন, তারা পড়েছেন বিপাকে। অনেক জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কেউ কেউ কষ্ট করে ধান কাটলেও শ্রমিক সংকট ও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারছেন না।

স্থানীয় কৃষক ফিরোজ সরদার জানান, সরিষা তোলার পর চলতি বছর ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। আবাদ ভালো হয়েছিল, ফলনও ভালো হতো- যদি এই আগাম বন্যার পানি না আসতো। এখন ধান পেকে গেছে, কিন্তু সময়মতো ঘরে তুলতে না পারলে সব পানির নিচে চলে যাবে। শ্রমিক পাচ্ছি না, আর যারা আছে তারা অতিরিক্ত মজুরি চাচ্ছে। অর্ধেক ধান দিয়েও ফসল ঘরে তুলতে পারছি না।

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। তিনি আরও বলেন, বর্তমানে দ্রুত শ্রমিক সরবরাহ এবং কৃষকদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। দেরি হলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।
স্থানীয় হাটবাজার ঘুরে দেখা যায়, সাধারণত ধান কাটার মৌসুমে যারা দিনমজুর হিসেবে মাঠে কাজ করতেন, তারা অনেকেই এখন অন্য পেশায় যুক্ত হয়ে পড়েছেন। ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যারা এখনো ধান কাটার কাজে যুক্ত, তারা দাবি করছেন অতিরিক্ত মজুরি; যা কৃষকদের পক্ষে বহন করা কঠিন হয়ে পড়েছে।

গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষক ও কৃষিবিদ জহুরুল হক সরকার বলেন, সরিষার পর নামলা জাতের বোরো ধান চাষ একটি উৎকৃষ্ট কৃষি কৌশল হলেও সামান্য দুর্যোগে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সুনির্দিষ্ট আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চাষ না করলে কৃষকদের এই ধরনের ঝুঁকি নিতে হয়।

এছাড়াও স্থানীয়ভাবে ধান পরিবহণ ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে নৌকায় করে ধান ঘরে তুলছেন- যা অত্যন্ত সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য। অনেক ক্ষেত্রে ধান পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এই সংকট থেকে উত্তরণে স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, শ্রমিক সংকট মোকাবিলায় অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, যন্ত্রচালিত ধান কাটার সরঞ্জাম বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। না হলে চলনবিল এলাকার কৃষকদের এ মৌসুমের ঘামঝরা পরিশ্রম একেবারে ভেসে যাবে পানির স্রোতে।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

পাঞ্জাবে বন্যার্তদের পাশে দাঁড়ালেন শাহরুখ খান

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে হাসপাতাল থেকে ডাক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাটোরে গণপিটুনিতে একজনের মৃত্যু

নাটোরে গণপিটুনিতে একজনের মৃত্যু

নাটোরে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

 জুলাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: অধ্যক্ষ মোস্তফা কামাল

জুলাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: অধ্যক্ষ মোস্তফা কামাল

সংশ্লিষ্ট

জুলাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: অধ্যক্ষ মোস্তফা কামাল

জুলাই গণহত্যার বিচার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: অধ্যক্ষ মোস্তফা কামাল

শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

শ্রীপুরে রিসোর্টে নারীকে গণধর্ষণ, থানায় মামলা

সাভারে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও বিক্ষোভ মিছিল

সাভারে খেলাফত মজলিসের ৫ দফা দাবি ও বিক্ষোভ মিছিল

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ