গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৩:২৫ এএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন লাবণ্য। ঘটনার সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলে লাবণ্য একটি বিষয়ে ফেল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরবর্তীতে এই চরম সিদ্ধান্ত নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা এ ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/জাআ