টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
গাজীপুরের টঙ্গীতে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ।
বুধবার দুপুরে স্থানীয় সাতাইশ শরীফ মার্কেট এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, দলের কঠিন সময়ে মামলা হামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। ডামি নির্বাচনের সময় টানা ৬৪ দিন জেল খেটেছি। এরপরও একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত আছে। আমি এসব মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আমার দলের সিনিয়র নেতাদের কাছে অনুরোধ তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা উদঘাটন করা হোক।
তিনি আরো বলেন, আমার বাবা একজন কনস্ট্রাকশন ব্যবসায়ী। সম্প্রতি বাবা অসুস্থ হয়ে পরলে নিজে ব্যবসার হাল ধরেছেন। জনৈক বজলুর রহমানের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল। সেই সুবাদে তার কাছে কিছু কাজ চান তিনি। পরে কাজ দিতে অপরাগতা প্রকাশ করেন বজলুর রহমান। এরপর হঠাৎ করে গত ৩০ জুন সন্ধ্যায় তার বাসার সামনে ডাকেন তিনি।
এসময় স্থানীয় দুই ছাত্রলীগ নেতাকে সাথে নিয়ে বিনা উস্কানিতে আমার সাথে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলন আরও বলেন, টঙ্গীর চলমান রাজনৈতিক অন্তঃকোন্দলের শিকার হয়ে ইতিমধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক সহযোদ্ধা গায়েবি মামলার শিকার হয়ে ফেরারি জীবন পার করছেন। দলের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে অনুরোধ, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল সত্যটি উদঘাটন করা হোক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিরাজের বাবা সাত্তার খান ও মা শিল্পী আক্তার।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পরিবেশ রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রমিকদলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির। আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, বহুলী মাকোরকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহির উদ্দীন, মাকোরকোল হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জব্বার হোসেন, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, অত্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তারা হলেন- ঢাকা পূর্বের কমিশনার (কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট) কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থলবন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, উপ কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (আয়কর গোয়েন্দা ইউনিট) সেহেলা সিদ্দিকা ও কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান আহমেদ।বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।গত মাসে এনবিআরে সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন হয়। এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে হওয়া আন্দোলনে এই পাঁচজনের অংশগ্রহণ ছিল। সেহেলা সিদ্দিকা আন্দোলনের সময় ঐক্য পরিষদের মুখপাত্র ছিলেন।দুদক জানায়, কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অংকের ঘুসের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুস না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে হয়রানি করেন বলেও জানা যায়।এর আগে একই অভিযোগে গতকাল আরও পাঁচজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, সদস্য লুতফুল আজীম, সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম ও যুগ্ম কমিশনার মো. তারেক হাছান। এদের মধ্যে শিহাবুল ইসলাম, মো. তারেক হাছান, আব্দুল রশীদ মিয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।গত ২৯ জুন এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানায় দুদক। যার মধ্যে বেশিরভাগই ছিলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য।ভোরের আকাশ/আজাসা
হবিগঞ্জ মাধবপুরে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ওসি মোহাম্মদ সহিদ-উল্লাহর নেতৃত্বে পুলিশ পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় এ অভিযান চালায়।গ্রেপ্তাররা হলেন জোয়ালভাঙ্গার বোরহানউদ্দিন (২০), তার ভাই বাহার উদ্দিন (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার মো. মোস্তফা (৩০)।পুলিশ জানিয়েছে, মাধবপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের দাবির মুখে বাগেরহাট পৌরসভা প্রশাসন স্কুলের বিপরীতে ময়লা ফেলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্র দলনেতা শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ।আরও উপস্থিত ছিলেন শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা সহ আরও অনেকে।প্রতিবাদ কর্মসূচির বক্তারা বলেন, বহুদিন ধরে আমরা নানা মাধ্যমে এই সমস্যা তুলে ধরেছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি, আর অবশেষে পৌরসভা আমাদের দাবি মেনে নিয়েছে। শুধু তাই নয়, যে রাস্তা ভেঙে গিয়েছিল, সেটিও সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাসুদ বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটা আমাদের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। তবে যেহেতু শিক্ষার্থীরা এতে আপত্তি জানিয়েছে, আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে আজ থেকেই সেখানে ময়লা ফেলা বন্ধ করেছি।ভোরের আকাশ/জাআ