টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৬:২৭ পিএম
টঙ্গীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১
টঙ্গীতে একটি বিদেশি রিভলবারসহ রাকিব হাসান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের আজাহার আলীর ছেলে। রাকিব ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাতে আমতলী কেরানীরটেক বস্তি মোড় এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি বিদেশি রিভলবার ও ছয়টি গুলি জব্দ করে পুলিশ। পরে থানায় এনে পুলিশের করা জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র বেচাকেনার তথ্য জানিয়েছেন রাকিব।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মামলা দায়ের শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ