আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫ ০১:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত ও অপর কৃষক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর-মরিচাকান্দি বিলপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন চর-মরিচাকান্দি বিলপাড়ার বাসিন্দা মৃত কালাগাজীর ছেলে মানিক মিয়া (৬০) এবং আহত আহসান উল্লার ছেলে হানিফ মিয়া (৬৫)। তারা দুজন একই পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জমিতে কৃষি কাজ করে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিক মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, হানিফ মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, বিষয়টি আমি জেনে পুলিশ পাঠিয়েছি এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/এসএইচ