চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়া উপজেলার বাহাদিরপাড়া এলাকার মো. ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) এবং করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই এক মোটরসাইকেলে ভ্রমণ করছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “সিকদারদিঘী এলাকায় পাশের সড়ক থেকে একটি অটোরিকশা মূল মহাসড়কে ওঠার সময় চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় কক্সবাজারমুখী একটি ট্রাক সেখানে পৌঁছালে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছেন, পুরনো সিস্টেমে পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেব না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরক্ত পরিণত হয়েছে। আমাদের যে দমনপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিলো ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট বাহিনীর বিরোধী।তিনি বলেন, পুরনো সিস্টেমে পুরনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেব না। অভ্যুত্থানের পরে নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেবার। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ।পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন।ভোরের আকাশ/এসএইচ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি মহোদয়ের উপস্থিতিতে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হলো এক বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান।শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।ছবি : ভোরের আকাশআয়োজক বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর পক্ষ থেকে অতিথিকে সাদর অভ্যর্থনা ও সংবর্ধনা জানান আরআরএফ বরিশালের সুযোগ্য কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন মহোদয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।ছবি : ভোরের আকাশবরিশাল বিভাগের মহানগর ও জেলা পর্যায়ের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সচিব মহোদয়।ছবি : ভোরের আকাশতিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব ও ভূমিকা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি, দায়িত্ব-কর্তব্য পালনের নীতিমালা ও এড়িয়ে চলার বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। সভায় ভাষা আন্দোলন ১৯৫২, মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্স মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। সভায় বরিশাল বিভাগের সকল ইউনিট প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
বাগেরহাটের চিতলমারী উপজেলার জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউএনও তাপস পাল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদার, চিতলমারী সরকারি মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক শেখর মজুমদার, শেরে বাংলা ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মোঃ খায়রুল প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় দ্রুতগতির একটি থ্রি-হুইলার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালকের সহযোগী, আহত হন আরও একজন। শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।এর আগে শুক্রবার (২৫ জুলাই) দিনগত গভীর রাতে উপজেলার কামদিয়া ইউনিয়নের পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের সহযোগীর (হেলপার) নাম সাকিবুল ইসলাম (১৪)। তিনি নওগাঁ জেলার গাংগুরিয়া উপজেলার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এছাড়া আহত গাড়িচালক রাশেদুন্নবী (১৬) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই সড়কে ডাকাতির উদ্দেশে ডাকাতরা সড়কের ধারে থাকা একটি গাছ কেটে রাস্তার ওপর ফেলে রাখে। এ সময় পাঁচবিবি দিক থেকে আসা আম বোঝাই একটি দ্রুতগতির থ্রি-হুইলার সড়কে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালকের সহযোগী। পরে চালকের চিৎকারে স্থানীয়রা এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন এবং আহত চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেনন।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করাসহ তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।ভোরের আকাশ/এসএইচ