সংগৃহীত ছবি
দীর্ঘ ১৩ বছর পর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যদের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১ তারিখ হায়দরাবাদের বিমান ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুপালি আক্তার সিনিয়র। দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। এই বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতিটানবেন রুপালি। বিশ্বকাপকে সামনে রেখে কঠিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে তারা।
বিশ্বকাপে বাংলাদেশ নারী কাবাডি দল: শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার,রেখা আক্তার, মেবি চাকমা, রুপালি আক্তার জুনিয়র, দিশা মিন সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রী।
স্ট্যান্ড বাই প্লেয়ার: লাকি আক্তার
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
দীর্ঘ ১৩ বছর পর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যদের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১ তারিখ হায়দরাবাদের বিমান ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা।বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুপালি আক্তার সিনিয়র। দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। এই বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতিটানবেন রুপালি। বিশ্বকাপকে সামনে রেখে কঠিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে তারা।বিশ্বকাপে বাংলাদেশ নারী কাবাডি দল: শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার,রেখা আক্তার, মেবি চাকমা, রুপালি আক্তার জুনিয়র, দিশা মিন সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রী।স্ট্যান্ড বাই প্লেয়ার: লাকি আক্তারভোরের আকাশ/এসএইচ
অবশেষে নিষেধাজ্ঞায় পড়লেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা।যদিও কোচ হাভিয়ের মাসচেরানো এর আগেই বলেছিলেন, দুজনেরই চোট সমস্যা রয়েছে, তাই তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। কিন্তু মেজর লিগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ কঠোর নিয়ম থেকে একচুলও নড়েনি।অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণেই দুজনকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এমএলএস। এর ফলে আগামী শনিবার, ২৬ জুলাই চেজ স্টেডিয়ামে এফসি সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না মেসি ও আলবা।গত বুধবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত হয় এমএলএস অল-স্টার গেম, যেখানে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় এমএলএস অল-স্টার দল। মেসি ও আলবা ভক্ত ও গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পেলেও ম্যাচে অংশ নেননি।এমএলএসের নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চিকিৎসাগত অনুমতি ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নেন, তাহলে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। সেই নিয়মেই এবার মেসি-আলবা দুজনকেই মাঠের বাইরে রাখা হচ্ছে।লিগ এক বিবৃতিতে জানায়, “এই সপ্তাহের অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে ইন্টার মিয়ামি সিএফ-এর জর্দি আলবা ও লিওনেল মেসি ক্লাবের পরবর্তী ম্যাচে অংশ নিতে পারবেন না।”অন্যদিকে, কোচ মাসচেরানো অল-স্টার ম্যাচের সময় নির্ধারণ নিয়েই প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, “মূল ভাবনা ভালো হলেও অল-স্টার গেম এমন সময় আয়োজন করা উচিত, যাতে খেলোয়াড়রা ফিট ও মানসিকভাবে প্রস্তুত থাকে।”তিনি জানান, মেসি ক্লান্ত এবং আলবা হালকা চোটে ভুগছিলেন। তাই তারা ম্যাচ থেকে বিরত ছিলেন।তবে নিষেধাজ্ঞার কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই অভিজ্ঞ তারকার অনুপস্থিতি ইন্টার মিয়ামির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে দলটি লিগ টেবিলের শীর্ষস্থানীয়দের তালিকায় রয়েছে এবং প্রতিপক্ষ সিনসিনাটিও শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত।ভোরের আকাশ//হ.র
পেশাদার রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন টেরি বোলিয়া, যিনি হাল্ক হোগান নামে বিশ্বজুড়ে পরিচিত। ছয় বারের ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হোগান তার বাচনভঙ্গির জন্যও ছিলেন জনপ্রিয়। চওড়া গোঁফ ও পেশিবহুল শরীরের এ রেসলার মারা গেছেন।স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ জুলাই) ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লুডব্লুই)।এক বিবৃতিতে ডব্লুডব্লুই লিখেছে, ডব্লুডব্লুই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।গত মাস থেকে অসুস্থ ছিলেন হোগান। কয়েক বার অস্ত্রোপচার হয়েছিল তার। অস্ত্রোপচারের পর থেকে কোমায় রয়েছেন বলে খবরও ছড়িয়ে পড়েছিল। কিন্তু তার স্ত্রী সে খবর গুজব বলে উড়িয়ে দেন। শেষ পর্যন্ত ফ্লোরিডায় নিজের বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল তার। পরিবারের পক্ষ থেকে ৯১১ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া হয়। জরুরি পরিষেবাও তার প্রাণ বাঁচাতে পারেনি।১৯৮০ ও ১৯৯০-এর দশকে পেশাদার কুস্তিতে সবচেয়ে বড় তারকা ছিলেন হাল্ক হোগান। যুক্তরাষ্ট্রের সবশেষ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ছিলেন হোগান। ট্রাম্পের সমর্থনে বেশ কয়েকটা সভাও করেছিলেন তিনি।হাল্ক হোগান অভিনয় করেছিলেন হলিউডের ছবিতেও। তখন তিনি নিজের নামের সঙ্গে ‘হলিউড’ কথাটা জুড়ে দেন। ১৯৯৬ সালে ডব্লিউডব্লিউই ছেড়ে নিউ ওয়ার্ল্ড অর্ডার নামের নতুন পেশাদার কুস্তি শুরু করেন তিনি। তবু ২০০৫ সালে তাকে ডব্লিউডব্লিউই ‘হল অফ ফেম’ দেয়া হয়।ভোরের আকাশ/জাআ
ঢাকায় অনুষ্ঠিত এসিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভায় এশিয়া কাপ নিয়ে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটে। যদিও বাংলাদেশে উপস্থিত ছিলেন না ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা, তারা অনলাইনের মাধ্যমে সভায় অংশ নেন। এতে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ নিয়ে আগে থেকে যেসব অনিশ্চয়তা ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে।সভায় এশিয়া কাপ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও এসিসি সভাপতি মহসিন নাকভী দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি এবং আশা করছি দ্রুতই এ ব্যাপারে সমাধান আনা যাবে।”ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে এশিয়া কাপের খেলা। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু প্রত্যাশিত হাই-ভোল্টেজ ম্যাচটি হতে পারে ৭ সেপ্টেম্বর। তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।এই বিষয়ে মহসিন নাকভী বলেন, “এটা পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী যে বাকি বিষয়গুলো আমরা দ্রুত সমাধান করতে পারব। এশিয়া কাপের বিষয়টাও থাকবে।”এসিসির এই সভা ও সভাপতির মন্তব্য ক্রিকেট ভক্তদের মধ্যে একপ্রকার আশার সঞ্চার করেছে যে শিগগিরই এশিয়া কাপ নিয়ে স্পষ্টতা আসবে এবং ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন সম্ভব হবে।ভোরের আকাশ//হ.র