পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৩ পিএম
ফাইল ছবি
বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে যৌতুকের দাবিতে স্ত্রী কৈতুরীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী হানিফ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে নির্যাতনের শিকার হয়ে কৈতুরীর মৃত্যু হয়। নিহত কৈতুরীর সাত মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। ঘাতক হানিফ কালমেঘা ইউনিয়নের কালিবাড়ী এলাকার চান মিয়ার ছেলে। পেশায় তিনি একজন চা বিক্রেতা এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। নিহত কৈতুরী চরদুয়ানী ইউনিয়নের গাড়াবাড়িয়া এলাকার মোহাম্মদ মজিবুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গার্মেন্টসে চাকরির সুবাদে কৈতুরী ও হানিফের পরিচয় ঘটে। পরবর্তীতে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তি থাকলেও কৈতুরীর জেদের কারণে বিয়ে হয়। বিয়ের প্রথম বছর সংসার স্বাভাবিক থাকলেও কন্যা সন্তানের জন্মের পর হানিফ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং টাকার জন্য স্ত্রীর কাছে নিয়মিত যৌতুক দাবি করতে থাকেন। যৌতুক না পেয়ে তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। প্রতিবেশীরা একাধিকবার বাধা দিলেও হানিফ থামেননি। সংসার ভাঙনের ভয়ে কৈতুরীও পরিবারকে কিছু জানাননি।
গত ১১ সেপ্টেম্বর রাতে আবারও নির্মম নির্যাতনের শিকার হন কৈতুরী। এ সময় এক প্রতিবেশী গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যেখানে হানিফকে স্ত্রীকে নির্দয়ভাবে মারধর করতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কৈতুরীকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হানিফ পালিয়ে যান।
পরবর্তীতে জানা যায়, হানিফ এর আগে আরও সাতটি বিয়ে করেছিলেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১৭ দিন পর খাগড়াছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘাতক হানিফকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে খাগড়াছড়ি থেকে পাথরঘাটায় আনার প্রক্রিয়া চলছে।”
ভোরের আকাশ/এসএইচ