ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৫:০৫ পিএম
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী
শরীয়তপুরের গোসাইরহাটে মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে।
সোমবার (২১ এপ্রিল) উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী মুন্নি আক্তার চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মুন্নি সবার ছোট। সোমবার ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জলেখা। মায়ের লাশ ঘরে রেখেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।
মুন্নির চাচি কমলা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল আমার জা। আজ ভোরে তিনি মারা যান। মুন্নির মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি বাড়িতে আসলে তার মাকে কবর দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ