নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫ ০৪:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১ জনের নাম পাওয়া গেছে। তার নাম মো. সুমন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোনাপুর থেকে বসুরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস. কে. দেবনাথ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। নিহতদের মরদেহ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ