× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মান্দায় জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৮:২১ পিএম

মান্দায় জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ

মান্দায় জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড়ের পূর্ব-দক্ষিণ পার্শ্বে কুসুম্বা মৌজায় এ ঘটনা ঘটে।

এঘটনায় প্রতিকার চেয়ে উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভূক্তভোগী সেকেন্দার আলী প্রতিপক্ষের মৃত জমির উদ্দিনের ছেলে মকলেছার আলী (৫৫) সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগসূত্রে জানা গেছে, গাইহানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভূক্তভোগী সেকেন্দার আলীর সঙ্গে দেলুয়াবাড়ি গ্রামের প্রতিপক্ষ মৃত জমির উদ্দিনের ছেলে মকলেছার আলী গং এর সঙ্গে  দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

এরই জের ধরে গত বৃহস্পতিবার সকালে ভূক্তভোগীর জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে জোরপূর্বকভাবে ধান কাটছিলেন। এসময় ভূক্তভোগী বগুড়া ধাপের হাটে গরু ক্রয় করার জন্য যাওয়ার পথে বিষয়টি দেখতে পেয়ে বাধা নিষেধ করেন। এরই এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে বেধে রেখে এলোপাতাড়ীভাবে মারধর করে ভূক্তভোগীর শার্টের পকেটে থাকা  ৩ লক্ষ ৩৫ হাজার টাকা ও মোবাইলসহ উক্ত জমির ধান কেটে নিয়ে যায়। উক্ত সম্পতিতে যাওয়ার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলবে বলে বিভিন্ন ধরনের হুমকি ধামকি অব্যাহত রাখায়।

গত ২০২৪ সালের ২৫ জানুয়ারি প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দায়ের করার পর উক্ত জমির আপোষ মিমাংসা করে দেন। এরপরও প্রতিপক্ষের লোকজন আপোষ মিমাংসা অমান্য করিয়া বিভিন্ন সময় জমির ফসলাদি ক্ষয়-ক্ষতি করে আসছেন।

উক্ত জমি জমার দখল-বেদখল কে কেন্দ্র করে যে কোন সময় গুরুতর শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী। এতেও প্রতিকার না পাওয়ায় সেনাবাহিনীর সরনাপন্ন হয়েছেন বলেও জানান তিনি।

অপরদিকে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

সংশ্লিষ্ট

বরগুনাতে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, দুই বাস ভাঙচুর, আহত ৪

বরগুনাতে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, দুই বাস ভাঙচুর, আহত ৪

সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না -মাওলানা আব্দুল হালিম

কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না -মাওলানা আব্দুল হালিম

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ