পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ০৯:৫৩ এএম
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের বনগ্রাম বাজারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী (৪০)। নিহত আরেকজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী 'পাবনা এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনা মসজিদগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। আহত হন আরও অন্তত ১০ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, “নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। অপরজনের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ভোরের আকাশ//হ.র